অ্যাপশহর

অভিজিৎকে সংবর্ধনা জানাতে অপেক্ষায় কলকাতা

প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া সোমবারই দেশে ফিরছেন। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, সোমবার উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটির সদস্যরা মিলিত হবেন। সেখানেই সংবর্ধনার খুঁটিনাটি নিয়ে কথা হবে। রেজিস্ট্রার বলেন, 'যে সম্মান তিনি অর্জন করেছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সংবর্ধনা সভার পরিককল্পনা করব।'

EiSamay.Com 15 Oct 2019, 11:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ অক্টোবর, বুধবার তাঁর কলকাতায় আসার কথা। আপাতত এই খবরের ভিত্তিতেই সদ্য নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপনের প্রস্তুতি নিচ্ছে কলকাতা। পুজোর ছুটি কাটিয়ে আজ, বুধবার রাজ্য সরকারি অফিস, পুরসভা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে। নবান্ন, কলকাতা পুরসভার সদর দপ্তর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-তিন জায়গাতেই আজ অভিজিৎ বিনায়ককে সংবর্ধনা দেওয়া নিয়ে আলোচনা হওয়ার কথা। নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্য সরকারের সংবর্ধনা নিয়ে বুধবার অফিস খুললে আলোচনা করা হবে। একই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পাওয়ায় আমরা খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়ে কাজ করেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাজও সাধারণ মানুষকে নিয়ে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব তাকে কীভাবে সম্মান দেওয়া যায়।' পরে পার্থ বলেন, শিক্ষা দপ্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
EiSamay.Com Who-is-Abhijit-Banerjee-Eco-644x362


প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া সোমবারই দেশে ফিরছেন। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, সোমবার উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটির সদস্যরা মিলিত হবেন। সেখানেই সংবর্ধনার খুঁটিনাটি নিয়ে কথা হবে। রেজিস্ট্রার বলেন, 'যে সম্মান তিনি অর্জন করেছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সংবর্ধনা সভার পরিককল্পনা করব।' এ দিন একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, 'কলকাতা আমাকে দারিদ্র চিনতে শিখিয়েছে। আর জেএনইউ-তে পড়তে গিয়ে শিখেছি, ভারতীয় রাজনীতির স্বরূপ। তখনই উপলব্ধি করি রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে আমি যখন আসি তখন বামপন্থী রাজনীতিটা জানতাম। কিন্তু দেশের অন্য প্রান্তের রাজনীতি সম্পর্কে তেমন জানতাম না। লোহিয়াপন্থীদের রাজনীতিটা কী আমি জানতাম না। লোহিয়াপন্থী রাজনীতি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। আমি গান্ধীবাদী রাজনীতি জানতে পারি। আরএসএস সম্পর্কে জানতে পারি। বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্যগুলি কী তা আমি জানতে পারি জেএনইউ-তে পড়তে গিয়ে।'

বিশিষ্টজনেদের নাগরিক সংবর্ধনা দিয়ে থাকে পুরসভা। নাগরিক সংবর্ধনাকে বিশেষ মর্যাদা হিসাবে গণ্য করা হয়। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাওয়ার পর তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনার আয়োজন হয়েছিল। যৌথ ভাবে ওই সভার আয়োজক ছিল রাজ্য সরকার ও কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম বিদেশে রয়েছেন। কমিশনার খলিল আহমেদ ফোনে তাঁর সঙ্গে অভিজিতের সংবর্ধনা নিয়ে প্রাথমিক কথা বলেছেন। মেয়র আজ সকালে শহরে ফিরছেন।

তবে এই দফায় অভিজিৎকে সংবর্ধনা দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় আছে। অভিজিতের দিল্লিবাসী ভাই অনিরুদ্ধ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, 'আমাদের কাছে খবর আছে ও ২৩ তারিখ, একদিনের জন্যই কলকাতায় আসছে। কখন আসবে, কখন ফিরবে কিছুই জানি না। নোবেল পুরস্কার প্রাপ্তির খবরে সেই সফরও বদলে যাওয়া অসম্ভব নয়।'

পরের খবর