অ্যাপশহর

মন্দার দোসর বৃষ্টি, মাথায় হাত হকারদের

দুশ্চিন্তা অন্যত্র। বাংলাদেশ লাগোয়া উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি মহালয়ায় নিম্নচাপে ঘনীভূত হতে পারে। দেশের পূর্ব-পশ্চিমে একটি নিম্নচাপ অক্ষরেখারও উদয় হবে।

EiSamay.Com 28 Sep 2019, 8:53 am
এই সময় ডিজিটাল ডেস্ক: টানা তিন দিনের বৃষ্টির পর গোটা দিন শুকনো ছিল কলকাতা। সন্ধের পর আর সৌভাগ্য সইল না। ঝিরঝিরে কিন্তু অনেকক্ষণ ধরে চলল বৃষ্টি। পুজোর প্রস্তুতিতে আবার বাধা। আবহবিদরা সাফ জানিয়ে দিয়েছেন, বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। দেবীপক্ষের প্রথম কয়েক দিনও চলতেই থাকবে। কখনও বেশি, কখনও কম। আজ, শনিবার ও কাল, রবিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ৩-৪ দিন ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় ও লাগোয়া জেলাগুলিতে মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
EiSamay.Com Kolkata Hawkers
গড়িয়াহাটের চিত্র


দুশ্চিন্তা অন্যত্র। বাংলাদেশ লাগোয়া উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি মহালয়ায় নিম্নচাপে ঘনীভূত হতে পারে। দেশের পূর্ব-পশ্চিমে একটি নিম্নচাপ অক্ষরেখারও উদয় হবে। এদের প্রভাবে নেপাল ও বিহারে প্রবল বৃষ্টি হবে। ভারী বৃষ্টির শঙ্কা বাংলার মালদা, মুর্শিদাবাদ, বীরভূমেও। বৃষ্টি আর নেপাল-বিহারের নদী উপচে আসা জলে বিপদ হতে পারে মালদা, মুর্শিদাবাদেও। সতর্ক প্রশাসন। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেরিতে বর্ষা মানে বন্যা একটু উঁকি-ঝুঁকি মারে। হয়তো এখানে হবে না। মালদার কিছু জায়গায় হতে পারে, বিহারের জল আসে তো!’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল