অ্যাপশহর

বর্ষার সঙ্গে ভারী বৃষ্টিও পাঠাচ্ছে গভীর নিম্নচাপ

রবিবার সারা দিন বর্ষা বর্ষা ভাব৷ হঠাত্ হঠাত্ আকাশ ঢেকে যাচ্ছে মেঘে৷ ঝুপ করে বৃষ্টি নামছে৷ একটা -আধটা জায়গা নয় , নামছে অনেকটা জায়গা জুড়ে৷

EiSamay.Com 12 Jun 2017, 9:51 am
এই সময় : রবিবার সারা দিন বর্ষা বর্ষা ভাব৷ হঠাত্ হঠাত্ আকাশ ঢেকে যাচ্ছে মেঘে৷ ঝুপ করে বৃষ্টি নামছে৷ একটা -আধটা জায়গা নয় , নামছে অনেকটা জায়গা জুড়ে৷ আজ , সোমবার ও কাল , সোমবার বৃষ্টির তোড় আরও বাড়ার সম্ভাবনা দেখছেন আবহবিদরা৷ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে৷ এবং এই দফাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাসের বঙ্গোপসাগর শাখা বাংলার অন্দরে ঢুকে পড়তে পারে৷ চলে আসবে বহু প্রতীক্ষিত বর্ষা৷
EiSamay.Com kolkata rains to continue monsoon to arrive soon
বর্ষার সঙ্গে ভারী বৃষ্টিও পাঠাচ্ছে গভীর নিম্নচাপ


৩০ মে চটজলদি দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার পর পশ্চিম উপকূল ধরেই তার অগ্রগতি উল্লেখযোগ্য৷ রবিবার মধ্য মহারাষ্ট্রের অনেকটা অংশে পর্যন্ত বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ তুলনায় পূর্ব উপকূলে মৌসুমি বাতাস বেশ ঝিমিয়ে৷ নতুন নিম্নচাপ এই ছবিটা বদলে দিতে চলেছে৷ মৌসম ভবনের পূর্বাভাস , সুস্পষ্ট নিম্নচাপটি বাংলা -ওডিশা উপকূলে রয়েছে৷ সোমবার এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে৷ তার অভিমুখ বাংলা -বাংলাদেশ উপকূল৷

ফলে দুই মেদিনীপুর , দুই ২৪ পরগনা , হাওড়া , হুগলি , মুর্শিদাবাদ , নদিয়ায় ভালো পরিমাণে বৃষ্টি হবে৷ উপকূল এবং বাংলাদেশ লাগোয়া কোনও কোনও অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে৷ কলকাতায় মাঝারি মানের বৃষ্টি আশা করছে হাওয়া অফিস৷ আবহবিদদের অনুমান , গভীর নিম্নচাপের ধাক্কাতেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছুটা অংশে বর্ষা ঢুকে পড়বে৷ ঠিক যেমন হয়েছিল মে মাসে৷ ঘূর্ণিঝড় ‘মোহরার ’ সাততাড়াতাড়ি বর্ষাকে ঠেলে ঢুকিয়ে দিয়েছিল উত্তর -পূর্ব ভারতে৷ এই পর্বেও অসম -সহ উত্তর -পূর্ব এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা থাকছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল