অ্যাপশহর

ফোন নিয়ে প্রশ্নে অস্বস্তি, আজ ফের জেরা ম্যাথুকে

শুক্রবার দ্বিতীয় দিনের টানা জিজ্ঞাসাবাদে দু’টি ফোনের প্রসঙ্গ টেনে নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে অস্বস্তিতে ফেলে দিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷

EiSamay.Com 18 Jun 2017, 1:10 pm
এই সময়: প্রথম দিন সাত ঘণ্টার জেরা মোটামুটি সামলে নিয়েছিলেন৷ কিন্ত্ত শুক্রবার দ্বিতীয় দিনের টানা জিজ্ঞাসাবাদে দু’টি ফোনের প্রসঙ্গ টেনে নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে অস্বস্তিতে ফেলে দিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷ লালবাজারের দাবি অনুযায়ী , তদন্তকারীদের একাধিক বাউন্সারে ‘ডাক ’ করেছেন ম্যাথু৷ অস্বস্তি দেখিয়ে জবাব দেননি৷ মুচিপাড়া থানায় জেরা চলাকালীন তিনি বেশ কয়েক বার বাথরুমেও যান৷ দৃশ্যতই থমথমে ছিল নারদ -কর্তার মুখ৷ রাতের দিকে থানা থেকে বেরোলেও আজ , শনিবার ফের ব্যাঙ্ক স্টেটমেন্ট -সহ তাঁকে মুচিপাড়া থানায় জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে৷ ফলে ক্রমেই গ্রেপ্তারের জল্পনা বাড়ছে৷
EiSamay.Com kolkata police questions narada ceo mathew samuel for second day running
ফোন নিয়ে প্রশ্নে অস্বস্তি, আজ ফের জেরা ম্যাথুকে


থানায় আট ঘণ্টা জেরার পর ম্যাথু বাইরে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন , ‘পুলিশ আমাকে নারদ নিয়েও নানা প্রশ্ন করেছে৷ তোলাবাজির মামলায় আমাকে ডাকা হলেও পুলিশ জানতে চেয়েছে কেন নারদ নিউজ তৈরি করা হয়েছিল ? তা শুধুই তৃণমূল নেতাদের উপর স্টিং অপারেশনের জন্য কি না , ইত্যাদি৷ আমি জানিয়েছি , ওই স্টিং প্রকাশের জন্যই নারদ নিউজের জন্ম৷ ’ তোলাবাজি মামলায় কলকাতা পুলিশের দীর্ঘ জেরায় যে বিষয়ে ম্যাথুকে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে হয়েছে , তা হল তাঁর মোবাইল থেকে করা দু’টি কল৷ একটি ১৪ সেকেন্ডের , অন্যটি ৫২ সেকেন্ডের৷ ম্যাথু কাকে ফোন করেছিলেন ? কী জন্য ? শুক্রবার টানা জেরায় বার বার এ প্রশ্নেই ম্যাথুকে বেঁধার চেষ্টা করেন গোয়েন্দারা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে , এই কলগুলি সম্পর্কে নারদ -কর্তার জবাব সন্ত্তষ্ট করতে পারেনি তাদের৷ এক বার তিনি বলেন , তাঁর ঠিক মনে নেই কাকে কাকে ফোন করেছিলেন৷ আবার পর -মুহূর্তে বলেন , ওই ফোন সেটটি জলে পড়ে গিয়েছে৷

জেরা -পর্ব শেষে থানা থেকে বেরোনোর সময় ম্যাথু বলেন , ‘আমার দু’টি ফোন নিয়ে ওঁরা জিজ্ঞেস করেছেন৷ ’ পুলিশ সূত্রের খবর , চলতি বছর ৯ ফেব্রুয়ারি বিক্রম সিং নামে এক জন বিহারের প্রাক্তন সাংসদ ডি পি যাদবকে পাঁচ কোটি টাকা তোলা চেয়ে ফোন করেছিলেন , ঠিক তার আগের মুহূর্তেই ওই নম্বর থেকে ম্যাথুর দু’টি নম্বরেও কল করা হয়৷ শুধু তাই নয় , সেই নম্বর থেকে ম্যাথুর দু’টি নম্বরে এসএমএসও গিয়েছিল৷ পুলিশ জেরায় জানতে পেরেছে , ম্যাথু এখন যে দু’টি ফোন ব্যবহার করেন , তার আইইএমআই নম্বর ওই ঘটনার সময় ব্যবহার করা ফোনের আইইএমআই নম্বরের সঙ্গে মিলছে না৷ ফলে সূত্র-সন্ধানে পুরোনো ফোনগুলি দরকার পুলিশের৷ প্রথম দিকে এই ফোন নিয়ে সঠিক জবাব দিতে না পারলেও পরে ম্যাথু বলেন , একটা ফোন জলে পড়ে খারাপ হয়েছে , অন্যটি গত মাসে তিনি বিক্রি করেছেন৷ পুলিশ এখন ওই দুটি ফোনসেটের খোঁজে নেমেছে৷ তোলাবাজির তদন্তে পুলিশ অবশ্য এখনও বিক্রমের নাগালও পায়নি৷ ম্যাথুর দাবি , তিনি বিক্রমকে চেনেন না৷ যদিও পুলিশকর্তাদের প্রশ্ন, অচেনা লোক হলে তিনি দু-দু’বার এমন কী কথা বলেন ? তারও সদুত্তর মেলেনি৷ প্রায় ৩০টি প্রশ্নের তালিকা নিয়ে শুরু হয় জেরা৷

এর সঙ্গেই বার বার একই প্রশ্ন ঘুরেফিরে করা হয় ম্যাথুকে৷ তদন্তকারীরা জানতে চান , সিসিটিভি ফুটেজে চেহারায় মিল থাকা ব্যক্তিটি কি ম্যাথুই ? বিক্রম সিংও কি তিনিই ? ম্যাথু জানান , যে জামা পরে ফুটেজের ব্যক্তিকে দেখা গিয়েছে , তিনিও সেই রকম জামা পরেই থানায় হাজির হয়েছেন৷ যদিও পুলিশ সূত্রের খবর , ম্যাথুর বয়ানে তদন্তকারীরা সন্ত্তষ্ট নন৷ তাই শনিবার ফের তাঁকে তলব করা হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল