অ্যাপশহর

তদন্তে অসহযোগিতা, ৩ পুর আধিকারিককে তলব কোর্টের

একটি বেআইনি নির্মাণ নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ করেন পুরসভার ইঞ্জিনিয়ার। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী আধিকারিক অ্যাসেসর কালেক্টরকে একাধিক নোটিস দিয়ে তথ্য চাইলেও তিনি দেননি।

EiSamay.Com 20 Oct 2019, 2:08 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পুলিশকে তদন্তে সহযোগিতা না-করায় কলকাতা পুরসভার ডিজি বিল্ডিং, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এবং এক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তলব করল কলকাতা পুর আদালত। চলতি সপ্তাহে মুখ্য বিচারক প্রদীপকুমার অধিকারী নির্দেশ দিয়েছেন, আদালতে তাঁদের সশরীরে হাজির হয়ে জবাবদিহি করতে হবে কেন তাঁরা পুলিশকে তদন্তে সহযোগিতা করেননি। কেন পুলিশের নোটিসের উত্তর দেননি তাঁরা, তা-ও জানাতে হবে। আগামী মাসের ৮ তারিখে তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
EiSamay.Com kmc


পুর আদালত সূত্রে জানা গিয়েছে, একটি বেআইনি নির্মাণ নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ করেন পুরসভার ইঞ্জিনিয়ার। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী আধিকারিক অ্যাসেসর কালেক্টরকে একাধিক নোটিস দিয়ে তথ্য চাইলেও তিনি দেননি। পরে অভিযোগকারী ইঞ্জিনিয়ার, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ডিজি বিল্ডিংকে একাধিক নোটিস দিলেও কোনও তথ্য পাননি তদন্তকারী আধিকারিক। তখন পুরো বিষয়টি তিনি আদালতে জানান। বেআইনি নির্মাণ নিয়ে পুলিশ এবং পুর আধিকারিকদের যৌথ পরিদর্শনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি ওই তিন আধিকারিককে তলব করে ক্ষুব্ধ আদালত। নির্দেশের কপি পাঠানো হয়েছে কলকাতার পুর কমিশনারকেও।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল