অ্যাপশহর

কলকাতা পুরসভা নেবে নতুন ২০০ জন শিক্ষক

আরও ইংরেজি মাধ্যম স্কুল খোলার পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। সেই উদ্দেশেই শিক্ষক নিয়োগ করতে চায় KMC। করোনা পরিস্থিতির জেরে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য....

Ei Samay 11 Feb 2021, 7:10 pm
এই সময়: নতুন ২০০ জন শিক্ষক নিয়োগ করতে চলেছে কলকাতা পুরসভা। ওই সব শিক্ষক পদে নিয়োগ হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মারফত। ওই নতুন শিক্ষকদের নিয়োগের অন্যতম প্রধান উদ্দেশ্য হল, পুরসভার অধীনে আরও বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল খোলা। নতুন শিক্ষকদের ৫০ শতাংশকেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় নিয়োগ করা হবে। কলকাতা পুরসভা আগেই ওই পরিকল্পনা নিয়েছিল। তবে করোনা ও লকডাউনের জেরে এতদিন তার বাস্তবায়ন সম্ভব হয়নি।
EiSamay.Com teacher 1
শিক্ষকদের জন্য সুখবর


এই প্রসঙ্গে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অভিজিৎ মুখোপাধ্যায় বুধবার বলেন, 'লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া থমকে ছিল। মূলত নতুন ইংরেজি মিডিয়াম স্কুল চালানোর জন্য ওই শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে।'

বর্তমানে কলকাতা পুরসভার নিজস্ব ২৬৩টি স্কুল এবং ১০২টি শিশু শিক্ষাকেন্দ্র বা এসএসকে শহরে চলছে। পুর-পরিসংখ্যান অনুযায়ী, পুরসভার স্কুলে পড়ুয়ার সংখ্যা সব মিলিয়ে প্রায় ২৭ হাজার। শিক্ষক রয়েছেন ৫৮২ জন। এর পাশাপাশি, এসএসকেগুলোয় ২০৪ জন অ্যাসিস্ট্যান্ট এবং দু'জন ইনস্পেক্টর রয়েছেন। নতুন ২০০ জন শিক্ষক নেওয়ার ক্ষেত্রে যাঁদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন রয়েছে, মূলত তাঁদেরই নিয়োগ করা হবে বলে পুরসভা সূত্রের খবর।

নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদ, আগামীকাল ১২ ঘণ্টার বনধের ডাক বামেদের

বছর খানেক আগে পুরসভা নিজস্ব কিছু ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে। ইতিমধ্যেই ১৭টি স্কুলকে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে উন্নতি করা হয়েছে। আরও ৫৩টি ইংরেজি মাধ্যম স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে পুর কর্তৃপক্ষের। অর্থাৎ, সব মিলিয়ে, পুরসভার অধীনে শহরে ৭০টি ইংরেজি মাধ্যম স্কুল চালুর পরিকল্পনা রয়েছে পুরসভার শিক্ষা বিভাগের।

'জয় শ্রীরাম কি পাকিস্তানে বলব?' হিন্দু তাসে শাহের মুখে 'চলো পাল্টাই' ডাক

নতুন স্কুলগুলো চালু করার জন্য শিক্ষকের প্রয়োজনীয়তা থাকায় মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মারফত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু তার পর লকডাউনে গোটা প্রক্রিয়া আটকে যায়। সেটাই গত এক সপ্তাহে সম্পূর্ণ করা হয়েছে। মূলত ইংরেজি, হিন্দি এবং উর্দু মাধ্যমের স্কুলগুলোর জন্য নতুন শিক্ষকদের নিয়োগ করা হবে। এই ২০০ জনের মধ্যে প্রায় ১০০ জন শিক্ষককে শুধু ইংরেজি মাধ্যম স্কুলেই নিয়োগ করা হবে বলে পুরসভা সূত্রের খবর।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল