অ্যাপশহর

অতিরিক্ত যাত্রী চাপ, এবার ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো

অতিরিক্ত যাত্রীচাপের জেরে এবার পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। শুধু তাই নয়, কমিয়ে আনা হল মেট্রোর ব্যবধানও। এবার কি তবে নিত্যযাত্রীদের ভোগান্তি কমবে?

EiSamay.Com 16 Jul 2021, 7:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে গিয়েছে মেট্রোর (Kolkata Metro) দরজা। এবার থেকে আর শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই নয়, নিত্যযাত্রীদেরও মেট্রোয় চড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে যাত্রীচাপ বেশি থাকায় মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কমিয়ে আনা হয়েছে মেট্রো চলাচলের ব্যবধানও। এবার থেকে ছয় মিনিট অন্তর মিলবে পরিষেবা।
শুক্রবার থেকেই চলবে মেট্রো

শিকেয় করোনা বিধি! প্রথম দিনেই অসচেতনতার ছবি মেট্রোয়

একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রো জানিয়েছে, আগামী সোমবার থেকে অতিরিক্ত ১৬টি মেট্রো চলবে শহরে। ফলে ১৯২টির বদলে এবার থেকে আপ এবং ডাউন লাইনে চলবে মোট ২০৮টি মেট্রো। সকাল এবং বিকেলে অফিস টাইমে পরিষেবা পাওয়া যাবে ছয় মিনিটের ব্যবধানে। ফলে মেট্রোর জন্য হাহুতাশ করে অপেক্ষা করতে হবে না বলেই দাবি কর্তৃপক্ষের।
যাত্রীদের সুবিধার্থে বাড়ছে স্মার্ট কার্ডের ভ্যালিডিটি, মেট্রো স্টেশনে ঢুকে কী করণীয়? জানুন..
সোমবার থেকে দিনের প্রথম মেট্রোটি দক্ষিণেশ্বর (Dakhineshwar) এবং কবি সুভাষ (Kavi Subhas) থেকে ছাড়বে আটটার সময়। দমদম (Dumdum) থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনের মেট্রো পরিষেবাও শুরু হবে সকাল আটটা থেকে। দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। কবি সুভাষ থেকেও ওই একই সময় শেষ মেট্রো পাওয়া যাবে। এছাড়াও শনিবার করে ১০৪টি মেট্রো চালাবে কর্তৃপক্ষ। তবে শনিবার মেট্রোয় সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি নেই। সেদিন কেবল স্টাফেরাই পরিষেবা পাবেন। সকাল আটটা থেকে সকাল ১১টা ৩০ এবং ফের দুপুর ৩টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত এই জরুরি পরিষেবার মেট্রো চলবে। রবিবার কোনও মেট্রো চলবে না শহরে। তবে সব ক্ষেত্রেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার সূচি অপরিবর্তিত রাখা হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল