অ্যাপশহর

Dumdum to Dakshineswar Metro: ফের মেট্রো বিভ্রাট, দমদম-দক্ষিণেশ্বর লাইনে ২০ মিনিট বন্ধ পরিষেবা

Kolkata Metro-তে যান্ত্রিক ত্রুটি। যার জেরে দমদম থেকে দক্ষিণেশ্বর (Dumdum-Dakshineswar Metro) পর্যন্ত প্রায় ২০ মিনিট বন্ধ ছিল পরিষেবা । সপ্তাহের দ্বিতীয় দিন মেট্রো বিভ্রাটের জেরে কার্যত ভিড় জমে যায় দমদম স্টেশনে (Dumdum Metro Station)। বারবার মেট্রো (Kolkata Metro) বিভ্রাটের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা । জেনে নিন বিস্তারিত খবর ...

Produced byরূপসা ঘোষাল | EiSamay.Com 26 Jul 2022, 2:06 pm

হাইলাইটস

  • ফের মেট্রো লাইনে বিভ্রাট।
  • দমদম থেকে দক্ষিণেশ্বরের লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার ২০ মিনিট বন্ধ রইল পরিষেবা।
  • দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় ক্ষুব্ধ যাত্রীরা।


ফের মেট্রো লাইনে বিভ্রাট। দমদম থেকে দক্ষিণেশ্বরের লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার ২০ মিনিট বন্ধ রইল পরিষেবা। জানা গিয়েছে, এদিন বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ দমদম লাইনে সিগন্যালিংয়ের একটি পয়েন্টে ত্রুটি ধরা পড়ে। তার জেরে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় ক্ষুব্ধ যাত্রীরা।

Howrah Maidan-Sealdah Metro: ২০২৩-এই হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত ছুটবে মেট্রো?
২০ মিনিট বন্ধ মেট্রো (Kolkata Metro)
সপ্তাহের দ্বিতীয় দিন ব্যস্ত সময় মেট্রো বন্ধ হয়ে যায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা। দমদম থেকে দক্ষিণেশ্বর (Dumdum To Dakshineswar Metro) পর্যন্ত আপ এবং ডাউন লাইনে পরিষেবা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। যদিও সে সময় দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো যাতায়াত করছিল। এ প্রসঙ্গে মেট্রো রেলের জনসংযোগ বিভাগ বলে, "দমদম থেকে দক্ষিণেশ্বরের মাঝে একটি সিগন্যালিং পয়েন্টে এই সমস্যা দেখা গিয়েছিল, খুব দ্রুত আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছন। দ্রুত সেই সমস্যার সমাধান করা গিয়েছে।"

Kolkata Metro: অফিস টাইমে ভিড় মেট্রোয় বিপত্তি! দরজা খোলা অবস্থায় ছুটল রেক
মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station) ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। ডাউন লাইনে ব্যাহত পরিষেবা। মেট্রো রেল সূত্রে পাওয়া যায়, ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টায় পরিষেবা ব্যাহত হয়। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কী ভাবে এই ধরনের ঘটনা ঘটছে বারবার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীদের একাংশ। তবে মেট্রোর দাবি, পুরনো স্টেশনে বিশেষ পরিকাঠামো নেই। তাই আধুনিক স্ক্রনি ডোর বসানো সম্ভব নয়। কালীঘাট ছাড়াও চলতি মাসেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে (Girish Park Metro Station) ঠিক একইভাবে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তিও। তাঁকে উদ্ধার করে মেট্রো কর্মীরা। কিন্তু, বারবার এই ধরণের ঘটনা ঘটনায় ব্যাহত হয় পরিষেবা।

New Garia-Ruby Metro: সুখবর! শীঘ্রই গড়িয়া থেকে রুবি পর্যন্ত ছুটবে মেট্রো, নয়া স্টেশনের নাম জানেন?
দরজা খোলা রেখেই চলল মেট্রো

চলতি মাসেই মেট্রোয় বরাতজোরে রক্ষা পান যাত্রীরা। কবি সুভাষ থেকে দমদমের দিকে রওনা হওয়া একটি মেট্রো বেশ কয়েকটি স্টেশন পর্যন্ত দরজা খোলা রেখেই চলতে থাকে। নেতাজি অর্থাৎ কুঁদঘাট মেট্রো স্টেশন থেকে ছাড়া ওই রেকটি কালীঘাট স্টেশন পর্যন্ত দরজা খোলা অবস্থাতেই অতিক্রম করে। রেকটির একটি কামরার দরজা কিছুতেই বন্ধ হচ্ছিল না। ভিড়ে ঠাসা ওই মেট্রোর রেক থেকে যাত্রীদের পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। চিৎকার করতে শুরু করেন আতঙ্কিত যাত্রীরা।
লেখকের সম্পর্কে জানুন
রূপসা ঘোষাল
যাদবপুর বিশ্বিদ্যালয়ের জোড়া পোস্ট গ্র্যাজুয়েট শংসাপত্রের পাশাপাশি মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছে রূপসা ঘোষাল। লালবাজার থেকে আলিমুদ্দিন আবার কখনও জ্বলন্ত বাগরি মার্কেট থেকে ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ, রূপসার রয়েছে পঞ্চায়েত-বিধানসভা-লোকসভা নির্বাচন কভার করার অভিজ্ঞতাও। একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অভিজ্ঞতার পাশাপাশি গত ২ বছরেরও বেশি সময় ধরে এই সময় ডিজিটালে কাজ করার সুবাদে ডিজিটাল সংবাদমাধ্যমে তাঁর অনায়াস বিচরণ। ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার হিসেবে রাজনৈতিক, সামাজিক এবং ডিজিটাল দুনিয়ায় উপযোগী খবর কিউরেট করতে তিনি পারদর্শী। বহুচর্চিত বিষয় ছেড়ে তিনি ভিন্ন স্বাদের খবর করতে বিশেষ উৎসাহী। অবসর যাপনে পছন্দ করেন ভ্রমণ, গান ও ডিজিটাল বিনোদনে সময় দিতে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল