অ্যাপশহর

কেন সিবিআই নয় নারদে, প্রশ্ন

নারদ মামলায় তদন্ত যে প্রয়োজন , সে ইঙ্গিত আগেই দিয়েছিল আদালত৷

EiSamay.Com 13 Jan 2017, 8:39 am
এই সময় : নারদ মামলায় তদন্ত যে প্রয়োজন , সে ইঙ্গিত আগেই দিয়েছিল আদালত৷ তাতেই শুরু হয়েছিল নারদে সিবিআই তদন্তের জল্পনা৷ সে জল্পনা আরও জোরালো হল বৃহস্পতিবার আদালতের মন্তব্যে৷ কেন এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে না , তা নিয়ে বারবার প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ৷ নারদ নিউজের স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজে যে নেতা -মন্ত্রীদের দেখা গিয়েছিল , তাঁদের বেশ কয়েকজনের হয়ে এই মামলায় সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
EiSamay.Com kolkata high court asked for cbi investigation in narada incident
কেন সিবিআই নয় নারদে, প্রশ্ন


বিধানসভা ভোটের আগে একটি রাজনৈতিক দলকে কালিমালিন্ত করতে গোপন উদ্দেশ্য নিয়ে এই অপারেশন করা হয়েছে বলে এজলাসে সওয়াল করেন তিনি৷ পাশাপাশি কোনওভাবেই এই মামলা সিবিআইকে দেওয়া যায় না বলেও তিনি আইনি যুক্তি খাড়া করার চেষ্টা করেন৷ কিন্ত্ত কার্যত প্রতিটি যুক্তির শেষে আদালত নিজেই সিবিআই তদন্তের যৌক্তিকতার প্রসঙ্গ তোলে৷ এ দিন অবশ্য মামলার শুনানি শেষ হয়নি৷ আগামী সন্তাহে ফের মামলাটি শুনানির জন্য উঠবে৷ সারদা -রোজভ্যালির পর নারদ মামলাতেও শেষমেশ সিবিআই তদন্তের নির্দেশ হবে কি না , তা নির্ধারিত হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন আইনজ্ঞরা৷

শুনানির শুরুতে কল্যাণ বলেন , ‘যিনি ওই স্টিং অপারেশন করেছেন , সেই ম্যাথু স্যামুয়েল কোথাও বলেননি তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়েছে৷ সেটা হলে এটা একটা আদালতগ্রাহ্য অপরাধ হত৷ কিন্ত্ত তাঁর হলফনামায় এর কোনও উল্লেখ নেই৷ ’ পাশাপাশি তাঁর যুক্তি কেউ একটা অপরাধ হচ্ছে জানলে তা অবশ্যই পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানানো উচিত৷ তা না -হলে ভারতীয় ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সেটা অপরাধের পর্যায়ে পড়ে৷ তার ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়৷ বেঞ্চ পাল্টা জানায় , হতে পারে স্যামুয়েল একটা অপরাধ করেছেন৷ কিন্ত্ত এই জনস্বার্থ মামলার বিচার্য সেটা নয়৷ এখানে আদালতের বিবেচ্য হল , যাঁদের ভিডিয়োতে টাকা নিতে দেখা যাচ্ছে , তার সত্যতা খতিয়ে দেখা৷

এর পরই কল্যাণ পাল্টা সওয়ালে দাবি করেন , ম্যাথু গোপন উদ্দেশ্যে বিধানসভা ভোটের আগে একটি বিশেষ রাজনৈতিক দলের গায়ে কালি ছেটাতে এই অপারেশন চালিয়েছেন৷ এটা একটা বেআইনি কাজ৷ একটা বেআইনি কাজ কখনওই একটা জনস্বার্থ মামলার ভিত্তি হতে পারে না৷ আদালত বলে , ২০১৬ -তে তো বিধানসভা ভোট ছিল৷ কিন্ত্ত এই ভিডিয়োটি তোলা হয়েছে ২০১৪ -তে , অর্থাত্ দু’বছর আগে৷ তখন ম্যাথুর কী উদ্দেশ্য থাকতে পারে ?


নারদের ভিডিয়ো ফুটেজ সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর শ্যামপুকুর থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল৷ সেটার ভিত্তিতে কেন পুলিশ ব্যবস্থা নিল না , সে প্রশ্নও তোলে বেঞ্চ৷ এর পাল্টা হিসেবে কল্যাণ বলার চেষ্টা করেন , অভিযোগ জমা পড়ার পর তার ভিত্তিতে এফআইআর করা হবে কি না , সেটা পুলিশ খতিয়ে দেখবে৷ এফআইআর দায়ের না -হলে তো কোনও তদন্তই হবে না৷ পুলিশ তদন্ত শুরু করে যদি তার ঠিকমতো অগ্রগতি না -হত , তা হলেও সিবিআই তদন্তের আর্জি জানানো যেত৷ কিন্ত্ত তার আগে সিবিআই তদন্তের দাবি পুরোপুরি ভিত্তিহীন৷কল্যাণকেও পাল্টা প্রশ্নবাণ ছুড়ে দেয় বেঞ্চ৷ বেঞ্চ বলে , ভিডিয়ো ফুটেজে অনেককে দেখা যাচ্ছে৷ থানায় যে অভিযোগ জমা পড়েছিল , সেটার সত্যতা নিরূপণের জন্যও কেন সিবিআইকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হবে না ? বিচারপতিরা এও জানান , রাজ্য সরকারই এর আগে জানিয়েছিল বিষয়টা অনুসন্ধান করে দেখা দরকার৷ সেই কমিটিতে কল্যাণও ছিলেন৷

সংবাদমাধ্যমে সে খবরও প্রকাশিত হয়েছে৷ বস্ত্তত এ দিন বারবার যে প্রশ্ন তুলেছে আদালত তা হল , অভিযোগের ভিত্তি আছে কি না , সেটা খতিয়ে দেখার জন্যও সিবিআইকে অনুসন্ধানের দায়িত্ব কেন দেওয়া হবে না ? বিশেষ করে যে ব্যক্তিদের ভিডিয়োতে দেখা গিয়েছে , তাঁদের পদ ও গুরুত্ব বিচার করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে না -দেওয়ার পিছনে কী কারণ থাকতে পারে ? কল্যাণ যুক্তি দেন , অভিযোগটি বিচারগ্রাহ্য অপরাধের আওতায় পড়ে কি না , সেটা পুলিশের বিচার্য৷ সেটা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত করতে পারে না৷ আদালত ফের প্রশ্ন তোলে , বিচারগ্রাহ্য অপরাধ হয়েছে কি না , তা খতিয়ে দেখার নির্দেশও কি আদালত দিতে পারে না ? বিশেষ করে রাজ্য নিজেই যেখানে বলেছে , তারা অনুসন্ধান করতে চায় , সেখানে কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অনুসন্ধান করালে আপত্তি কোথায় ? সকাল সাড়ে ১১টা থেকে দু’দফায় প্রায় চারঘণ্টা শুনানির পর অবশ্য এ দিন আদালত কোনও নির্দেশ দেয়নি৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল