অ্যাপশহর

বিশ্ব বাংলার গ্লোব ছিঁড়ে বড় বিপত্তি নিউ টাউনে

৫০ মিটার ওঠার কথা৷ অথচ ৪০ মিটার উঠেই ছিঁড়ে পড়ল বিশাল গোলক৷

EiSamay.Com 13 Nov 2017, 9:35 am
এই সময় : ৫০ মিটার ওঠার কথা৷ অথচ ৪০ মিটার উঠেই ছিঁড়ে পড়ল বিশাল গোলক৷ নিউ টাউনের নারকেল বাগান মোড়ে কলকাতা গেটের কাজ চলার সময় শনিবার রাতে হঠাত্ এই বিপত্তি ঘটে৷ যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে হিডকো জানিয়েছে৷ এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার তরফে৷ যে ইঞ্জিনিয়ারিং সংস্থা কাজের বরাত পেয়েছে , আপাতত তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হিডকো৷ কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এই ঘটনা ঘটলে কী হত , তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নিত্যযাত্রীদের মনে৷ ওই জায়গা দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে৷ কলকাতা গেটের কাজ চলাকালীন ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কমিশনারেট৷ গত মে মাসে যখন ওই গেট তৈরির কাজ শুরু হয় , তখন বিজ্ঞন্তি দিয়ে যান চলাচলের রুট ঘুরিয়ে দেওয়া হয়৷ পুজোর আগে , পুজো ও যুব বিশ্বকাপকে মাথায় রেখে কাজ শেষ না হলেও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় নারকেল বাগান মোড়৷ সে সব মিটে যাওয়ার পরে গত সন্তাহ থেকে ফের শুরু হয়েছে বাকি কাজ৷
EiSamay.Com kolkata biswa bangla globe falls while being fixed at new town gate
বিশ্ব বাংলার গ্লোব ছিঁড়ে বড় বিপত্তি নিউ টাউনে


শনিবার সকাল থেকেই শুরু হয়েছিল বিশ্ব বাংলার গ্লোবটি কলকাতা গেটের নকশা অনুযায়ী উপরে তোলার কাজ৷ সেটা মাটি থেকে আনুমানিক ৫০ মিটার উচ্চতায় ওঠার কথা৷ একাধিক ক্রেনের সাহায্যে ওই গ্লোব উপরে তোলা হচ্ছিল৷ স্থানীয় সূত্রের খবর , প্রায় ৪০ মিটার উঁচুতে উঠে গিয়েছিল গ্লোবটি৷ তার পরে ওই দিন রাত সাড়ে ১১টা নাগাদ হঠাত্ই শিকল ছিঁড়ে নীচে পড়ে যায় বিশ্ব বাংলার সেই গ্লোব৷ জানা গিয়েছে, একটি ক্রেনের যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে৷ কাজটি পুরোপুরি যান্ত্রিক ভাবে হচ্ছিল৷ গ্লোবটি ছিঁড়ে যেখানে পড়ে, সেখান থেকে তা তোলার আগেই কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছিল৷ ফলে কেউ আঘাত পাননি বলেই জানানো হয়েছে হিডকো সূত্রে৷ তবে অত উঁচু থেকে পড়ায় গ্লোবটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর৷

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন , ‘যান্ত্রিক গোলযোগের কারণে ওই ঘটনা ঘটেছে৷ সব রকমের সাবধানতা অবলম্বন করা হয়েছিল৷ কর্মীরা নিরাপদে ছিলেন , কেউ হতাহত হননি৷ হিডকো -র চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গড়া হয়েছে৷ তারা এই ঘটনার তদন্ত করে রিপোর্ট দেবে৷ তার আগে কিছু বলতে পারব না৷ আপাতত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল