অ্যাপশহর

অসুস্থ বাঘাযতীন উড়ালপুল! মিলল ফাটল, হবে মেরামতি

সোমবার রাত ১০ টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত উড়ালপুলের যান নিয়ন্ত্রণ করে চলে স্বাস্থ্য পরীক্ষা। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরীক্ষা শেষে কেএমডি-এর পরীক্ষকদের চোখে ধড়া পরেছে উড়ালপুলের একাধিক স্থানে ফাটলের ছবি।

EiSamay.Com 23 Jul 2019, 12:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উল্টোডাঙা উড়ালপুলের থেকে শিক্ষা নিয়ে, শহরজুড়ে চলছে ছোটো বড় সব উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা। তার জেরেই এবার অসুস্থতা ধরা পড়ল বাঘাযতীন উড়ালপুলের। সোমবার রাত ১০ টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত উড়ালপুলের যান নিয়ন্ত্রণ করে চলে স্বাস্থ্য পরীক্ষা। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরীক্ষা শেষে কেএমডি-এর পরীক্ষকদের চোখে ধড়া পরেছে উড়ালপুলের একাধিক স্থানে ফাটলের ছবি। বাঘাযতীন উড়ালপুলের একাংশের স্বাস্থ্য ও ভার বহনের ক্ষমতা পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন কেএমডিএ-এর ব্রিজ মনিটরিং কমিটির সদস্যরা, ট্রাফিক পুলিশের কর্তারা ও পাটুলি থানার পুলিশ আধিকারিকরা। কেএমডিএ সূত্রে খবর, বাঘাযতীন উড়ালপুলের বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরেছে। প্রয়োজন দ্রুত মেরামতির। ইতিমধ্যেই উড়ালপুলের নীচ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে পুলিশ।
EiSamay.Com kolkata baghajatin flyover crack


এদিন সকালে উড়ালপুলের বেশ কিছু স্থানে চক দিয়ে দাগ দেওয়া দেখা যায়। যার পাশে লেখা ইংরেজিতে ক্র্যাক। যদিও মঙ্গলবার সকাল থেকে উড়ালপুলের যানচলাচল স্বাভাবিক আছে। উড়ালপুলের এখন অপরদিকের পরীক্ষা বাকি আছে। KMDA সূত্রে খবর উড়ালপুলের অপরদিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বাল যাবে কতটা সমস্যা রয়েছে উড়ালপুলে। যদিও মেরামতির কাজ দ্রুতই শুরু হবে তা কেএমডিএ সূত্রে জানানো হয়েছে। যার জেরে ইতমধ্যে উড়ালপুলের তলায় থাকা দোকান গুলি খালি করে অন্য স্থানে সরে জাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কবে থেকে উড়ালপুলের মেরামতির কাজ শুরু হবে তা নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল