অ্যাপশহর

এবার শুধু আঙুলের ছাপেই যাত্রার অনুমতি দেবে কলকাতা বিমানবন্দর

এবার বিমানযাত্রা হতে চলেছে আরও নির্ঝঞ্ঝাট, আরও সহজ। বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা কোনও কিছুতেই আর প্রয়োজন হবে না কাগজপত্রের। শীঘ্রই কলকাতা বিমানবন্দরে শুরু হতে চলেছে নয়া পরিষেবা।

EiSamay.Com 27 Sep 2021, 11:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শীঘ্রই আমূল বদলে যেতে চলেছে কলকাতা বিমানবন্দরের পরিষেবা। পেপারলেস সার্ভিসের পথে হাঁটতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এবার কলকাতা থেকে বিমান ধরতে একগুচ্ছ কাগজপত্র, পরিচয়পত্রের আর আলাদা করে দরকার নেই। পুরো পরিষেবাই হবে বায়োমেট্রিক ভিত্তিক। অর্থাৎ বোর্ডিংয়ের জন্য একগুচ্ছ কাগজপত্রের বদলে আঙুলের ছাপেই হবে সমস্ত কাজ।
EiSamay.Com kolkata Airport entrance


নয়া পদ্ধতিতে পরিষেবার লক্ষ্যে ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর জুড়ে বসানো হয়েছে Biometric Boarding System (BBS)। আপাতত হার্ডওয়ার ও সমস্ত টেকনিক্যাল পদ্ধতি খতিয়ে দেখা চলে। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিওরিটি জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে নভেম্বর থেকেই এই পদ্ধতিতে বোর্ডিং সহ বাকি কাজ চলবে কলকাতা বিমানবন্দরে। ইতিমধ্যেই ডোমেস্টিক টার্মিনালের প্রবেশপথে এই BBS ইকুয়েপমেন্ট বসানো হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন এবং সেলফ চেক কিয়স্ক এবং অটোমেটিক গেট বসানো সম্পূর্ণ। BBS ফেজ টু বসানোর কাজ এখন চলছে আন্ডারওয়েতে, যা এই মাসের মধ্যেই সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিওরিটি। সব ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পর বারাণসীতে হবে পাইলট টেস্টিং, জানিয়েছেন বিমানবন্দরের এক আধিকারিক।

ফেজ ওয়ানে রয়েছে ২ রেজিস্ট্রেশন কিয়স্ক, আটটি সেলফ চেকিং কিয়স্ক, দুটো প্রবেশ পথ, চারটি সিকিওরিটি এবং ট্রান্সফার গেটস। এছাড়াও থাকছে ৩ সেলফ বোর্ডিং গেটস। ফেজ টু-তে এরকম আরও ১২টি রেজিস্ট্রেশন কিয়স্ক, ১৫টি সেলফ চেকিং কিয়স্ক সহ সংখ্যা বাড়বে প্রতিটি ইকুইপমেন্টই। শুধু ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রেই নয়, ধীরে ধীরে আন্তর্জাতিক বিমান পরিষেবাও এবার পেপারলেস পথেই এগোবে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল