অ্যাপশহর

'বাংলার মানুষ তো অনেক খেলাই দেখছে', BJP-কে খোঁচা অরূপ বিশ্বাসের

আগামী ১৬ অগাস্ট রাজ্যে মোট ৯৪২ ইউনিটে এই খেলা হবে দিবস পালন করা হবে। এই ম্যাচে একদিকে ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে দেখা যাবে আদিল খানকে। বাংলা দলের হয়ে খেলবেন কৌশিক সরকার এবং অভিষেক।

Lipi 13 Aug 2021, 11:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'বাইরে থেকে বর্গী আসে, নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে…'। আগামী ১৬ অগাস্ট গোটা রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। আজ সেকারণেই নবান্নে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। জানা গেছে, এই বিশেষ দিনে বিকেল সাড়ে পাঁচটায় সল্টলেক স্টেডিয়ামে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা ফুটবল দল। তবে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে এই ম্যাচে পাওয়া যাবে না।
খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ দিলীপের


ইতিপূর্বে এই খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যের BJP সভাপতি দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গ টেনেই এদিন অরূপবাবু বললেন, 'বাংলার মানুষ তো অনেক খেলাই দেখছে। আর সেই খেলার ফলাফল শেষপর্যন্ত কী হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কে কী করছেন, সেটা রাজ্যের জনগণ স্পষ্ট বুঝতে পারছেন। আপনাদের একটাই কথা বলতে চাই, টেলিভিশনের পর্দা ছেড়ে বাইরে বেরিয়ে আসুন। মানুষের জন্য কাজ করুন। মানুষের পাশে থাকুন।'

প্রসঙ্গত, আগামী ১৬ অগাস্ট রাজ্যে মোট ৯৪২ ইউনিটে এই খেলা হবে দিবস পালন করা হবে। এই ম্যাচে একদিকে ভারতীয় ফুটবল দলের হয়ে খেলতে দেখা যাবে আদিল খানকে। অন্যদিকে বাংলা দলের হয়ে খেলবেন কৌশিক সরকার এবং অভিষেক।

খেলা হবে দিবস নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে BJP-TMC তরজা। BJP নেতা রাহুল সিনহা তৃণমূল কংগ্রেসের দিকে সরাসরি তোপ দেগে বলেছেন, 'আমাদের আপত্তির জায়গাটা ক্যালক্যাটা কিলিংস -এর দিনটিকে খেলা হবে দিবস হিসেবে বেছে নেওয়া নিয়ে। এরমধ্য দিয়ে তৃণমূল সাম্প্রদায়িকতাকেই উস্কানি দিচ্ছে। কলকাতা সেদিন একাধিক মানুষের মৃত্যু দেখেছিল।'

এর পালটা আবার রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'শহিদ ফুটবলপ্রেমীদের স্মরণে রাজ্যে আগে থেকেই এই দিনটিতে খেলা হবে দিবস পালিত হত। রক্তদান শিবিরের আয়োজন করা হত। সরকার শুধু আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে মাত্র। শুভেন্দু অধিকারী বাংলা, BJP-র ইতিহাস না জেনে হুক্কা হুয়া ডাক দিয়ে নিজের ঢাক পেটাতে ব্যস্ত।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল