অ্যাপশহর

কমলা গার্লসে পড়ুয়াকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার অশিক্ষক কর্মী

কারমেলের পর এ বার দক্ষিণ কলকাতার আর এক নামী স্কুল কমলা গার্লস৷ ফের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল৷ এ বার অভিযোগের তির স্কুলের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে৷

EiSamay 11 Feb 2018, 10:41 am
এই সময়: কারমেলের পর এ বার দক্ষিণ কলকাতার আর এক নামী স্কুল কমলা গার্লস৷ ফের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল৷ এ বার অভিযোগের তির স্কুলের এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে৷ তবে জিডি বিড়লা, এমপি বিড়লা বা কারমেল স্কুলের মতো এখানে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়তে হয়নি স্কুল কর্তৃপক্ষকে৷ বৃহস্পতিবার স্কুলের পঠনপাঠনের সময় নবম শ্রেণির এক পড়ুয়ার সঙ্গে স্কুলেরই এক অশিক্ষক কর্মী অশালীন আচরণ করেন বলে অভিযোগ৷ সে দিনই স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় ওই পড়ুয়া৷ শুক্রবার ওই পড়ুয়া, তার কয়েকজন বন্ধু এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ বৈঠক করেন৷ তার পরই রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের হয়৷ ছাত্রীটির উপর যৌন নিগ্রহ চালানোর অভিযোগে মলয় বড়ুয়া নামে অভিযুক্ত অশিক্ষক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তবে শহরের একের পর এক স্কুলে পড়ুয়াদের কাছ থেকে এমন অভিযোগ ওঠায় উদ্বিগ্ন অভিভাবক থেকে শিক্ষামহল৷
EiSamay.Com kamala girls school student sexual abuse arrested non teacher workers
কমলা গার্লসে পড়ুয়াকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার অশিক্ষক কর্মী


পুলিশ সূত্রের খবর, নবম শ্রেণির ওই পড়ুয়াটি জানিয়েছে, বৃহস্পতিবার স্কুলের ল্যাবরেটরি থেকে বেরনোর সময় তার সঙ্গে অশালীন আচরণ করেন ওই অশিক্ষক কর্মী৷ ছাত্রীটি এ দিন সংবাদমাধ্যমকে বলে, ‘আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম৷ আমি ওঁকে বলি, কাকু, তুমি এ রকম করলে? উনি আমাকে ভয় দেখান, এই ঘটনার কথা কাউকে বললে আরও খারাপ ফল হবে৷ উনি আমাদের সঙ্গে স্কুলবাসেও যেতেন৷’ শুধু আক্রান্ত কিশোরীই নয়, তার এক বন্ধুও পুলিশকে নিগ্রহের বিষয়ে জানিয়েছে৷ আক্রান্ত কিশোরীর কথায়, ‘বাড়ি ফেরার পরও আমি আতঙ্কে সিঁটিয়ে ছিলাম৷ মা জানতে চান কী হয়েছে৷ আমি বাড়িতে সব খুলে বলি৷ স্কুলের টিচার-ইন-চার্জও আমাকে ডেকেছিলেন৷ তাঁকেও সব জানিয়েছি৷ আমি তাঁকে সব জানিয়ে বেরিয়ে আসার সময়েও ওই ব্যক্তি আমাকে বলেন, বারণ করেছিলাম৷ তাও সব বলে দিলি!’ কিশোরীর বন্ধুও সংবাদমাধ্যমকে জানিয়েছে, স্কুলের ওই অশিক্ষক কর্মী তাকে ভয় দেখান৷ কাউকে বিষয়টি নিয়ে না-জানাতে বলেছিলেন৷ অভিযোগ করলে আরও অনেক কিছু হতে পারে বলেও তিনি হুমকি দেন বলে অভিযোগ কিশোরীর বন্ধুরও৷ স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ল্যাবরেটরিতে এক পড়ুয়ার দুর্ঘটনাবশত হাত কেটে যায়৷ তখন অভিযুক্ত অশিক্ষক কর্মী তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন৷ সেখান থেকে বেরনোর সময় তিনি অভিযোগকারিণীর গায়ে হাত দেন বলে অভিযোগ৷ কিশোরী সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেন৷ তখনই অভিযুক্ত তাকে হুমকি দেন৷

যদিও স্কুলের টিচার-ইন -চার্জ শিখা সরকার বলেন, ‘পরিবারের মধ্যে যে রকম সমস্যা হয়, তেমনই স্কুলে একটা সমস্যা হয়েছে৷ আমরা সত্যতা যাচাই করতে পারিনি৷ তবে এখানে পড়ুয়ারা যাতে সুস্থ ও নিরাপদ থাকে, সে জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে৷’ অভিযুক্ত অশিক্ষক কর্মীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল বলে পড়ুয়া ও অভিভাবকদের একাংশের তরফে দাবি করা হয়েছে৷ টিচার-ইন-চার্জ জানিয়েছেন, অনেক বছর আগে এমন একটা অভিযোগ উঠলেও তদন্তে তার সত্যতা মেলেনি৷ এ বার ওই ছাত্রীটি অভিযোগ করার সঙ্গে সঙ্গেই তাঁরা পড়ুয়াটির সঙ্গে কথা বলেন৷ শুক্রবার সবাইকে ডেকে পাঠানো হয়৷ জিডি বিড়লা থেকে কারমেল, প্রতিটি ঘটনাতেই স্কুলে পর্যান্ত ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর দাবি করে আসছিলেন অভিভাবকরা৷ কমলা গার্লসের ক্ষেত্রেও পর্যান্ত ক্যামেরা নেই বলেও অভিভাবকদের একাংশ জানিয়েছেন৷ স্কুলের টিচার-ইন-চার্জ অবশ্য স্বীকার করে নেন, তাঁদের স্কুলে সিসি ক্যামেরা থাকলেও পর্যান্ত সংখ্যায় নেই৷ তাঁর বক্তব্য, ‘আমরা তো সরকার পোষিত স্কুল৷ এত খরচ কী ভাবে করা সম্ভব?’

রাজ্য শিশুসুরক্ষা কমিশনের অনন্যা চট্টোপাধ্যায় চক্রবর্তী বলেন, ‘এই ধরনের ঘটনা রুখতে শিক্ষা দপ্তর থেকে আগেই অনেকগুলো পরামর্শ দেওয়া হয়েছে৷ আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে স্কুলগুলিতে সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছি৷ প্রথমে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই কর্মসূচি চলছে৷ তার পর পড়ুয়া এবং অভিভাবকদের নিয়েও সচেতনতামূলক কর্মশালা করা হবে৷ আমরা স্কুলগুলিকে বোঝাচ্ছি, এই ধরনের অভিযোগ উঠলে কী করণীয়, এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কী করা প্রয়োজন৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল