অ্যাপশহর

কেন পিছোল বিশেষ সমাবর্তন, যাদবপুরের উপাচার্যকে তলব ধনখড়ের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন পিছিয়ে দেওয়া নিয়ে এবার উপাচার্য সুরঞ্জন দাসকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল-আচার্য জগদীপ ধনখড়। আগামী ৬ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। উপাচার্যের সঙ্গেই ওই দিন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং রেজিস্ট্রারকেও রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। তাঁদের সমস্ত নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

EiSamay.Com 31 Dec 2019, 12:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন পিছিয়ে দেওয়া নিয়ে এবার উপাচার্য সুরঞ্জন দাসকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল-আচার্য জগদীপ ধনখড়। আগামী ৬ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। উপাচার্যের সঙ্গেই ওই দিন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং রেজিস্ট্রারকেও রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। তাঁদের সমস্ত নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।
EiSamay.Com surajan das
ফাইল ছবি


সম্প্রতি রাজভবন থেকে যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসকে একটি তলবি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন রাজ্যপাল ধনখড়ের বিশেষ সচিব ডিকে গৌতম। তাতে লেখা হয়েছে, 'বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা থেকে শুরু করে সমাবর্তন অনুষ্ঠিত হওয়া-- গোটা বিষয় নিয়ে জানতে যাদবপুরের উপাচার্য, সহ-উপাচার্য এবং রেজিস্ট্রারকে আগামী ৬ জানুয়ারি ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। সমস্ত নথি এবং একটি পূর্ণাঙ্গ লিখিত নোট-সহ তাঁদের ওই দিন বিকেল ৪টের সময় রাজভবনে আসতে হবে।'

প্রথমে স্থির হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনের আয়োজন করা হবে। কিন্তু রাজ্যপাল-আচার্য জগদীপ ধনখড়কে ঘিরে অশান্তির আশঙ্কায় বিশেষ সমাবর্তনের পরিবর্তে সাধারণ সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আচার্যকে এড়ানো সম্ভব হবে বলে মনে করেছিল কর্তৃপক্ষ। যদিও তাতেও অশান্তি এড়ানো যায়নি। শেষ পর্যন্ত সমাবর্তনে উপস্থিত হন রাজ্যপাল ধনখড়। আর নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হন তিনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল