অ্যাপশহর

কলকাতা বিমানবন্দরে মহিলা যাত্রীর থেকে উদ্ধার হাতির দাঁত

এক মহিলা বিমানযাত্রীর কাছ থেকে হাতির দু'টি কারুকার্য করা দাঁত আটক করল রাজ্য বন দপ্তরের অপরাধ দমন শাখা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে।

EiSamay.Com 1 Nov 2020, 5:20 pm
এই সময়: এক মহিলা বিমানযাত্রীর কাছ থেকে হাতির দু'টি কারুকার্য করা দাঁত আটক করল রাজ্য বন দপ্তরের অপরাধ দমন শাখা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। যদিও ওই মহিলার দাবি, পারিবারিক সূত্রে ওই দু'টি দাঁত তিনি পেয়েছেন এবং সেই জন্য দিল্লি থেকে সেগুলো কলকাতায় নিয়ে আসছিলেন। তবে প্রয়োজনীয় নথি না-থাকায় সেগুলো আটক করা হয়েছে বলে বন দপ্তরের বক্তব্য। দিল্লি বিমানবন্দর থেকে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অভিযান চালান বন দপ্তরের কর্মীরা। ওই মহিলা আলিপুরের বাসিন্দা।
EiSamay.Com ivory rescued from a female passenger of kolkata airport
উদ্ধার হওয়া হাতির দাঁত।


বন দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে সাড়ে ৫টা নাগাদ রাজ্য বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিধাননগর কমিশনারেটকে সতর্ক করেন। বিকেল সাড়ে ৪টে নাগাদ বিমানটি দিল্লি থেকে রওনা হয়। কলকাতায় নামে সন্ধে সাড়ে ৬টা নাগাদ। ততক্ষণে বিমানবন্দরে ওত পেতে বসে আছেন পুলিশ ও বনকর্মীরা। চেহারার বিবরণ অনুযায়ী মহিলাকে চিহ্নিত করে বন দপ্তরের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল