অ্যাপশহর

Kolkata Metro : ট্র্যাক রক্ষণাবেক্ষণ, জুনে রবিবারের মেট্রো ১০টায়

কলকাতা মেট্রোর সময় পরিবর্তন যা চলবে পুরো জুন মাস ধরে। সকাল ৯টার বদলে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণেই এমন সিদ্ধান্ত।

হাইলাইটস

  • সকাল ৯টার পরিবর্তে গোটা জুন মাস ধরেই সকাল ১০টা থেকে পরিষেবা শুরু করবে কলকাতা মেট্রো
  • বৃহস্পতিবার পরিষেবা পরিবর্তনের বিষয়টি ঘোষণা করে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন
  • ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্যে পাওয়ার ব্লক নিয়ে কাজ চালানোর জন্যেই এমন সিদ্ধান্ত
এই সময়: সকাল ৯টার পরিবর্তে গোটা জুন মাস ধরেই সকাল ১০টা থেকে পরিষেবা শুরু করবে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার পরিষেবা পরিবর্তনের বিষয়টি ঘোষণা করে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্যে পাওয়ার ব্লক নিয়ে কাজ চালানোর জন্যেই এমন সিদ্ধান্ত। কলকাতা মেট্রোরেলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, জুনের প্রতিটা রবিবারই অর্থাৎ ৪, ১১, ১৮ এবং ২৫ তারিখে সকালের পরিষেবা শুরু হবে ১০টা থেকে।
Kolkata Metro: এক ধাক্কায় বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের খরচ, জুড়ছে বাড়তি সুবিধাও
কবি সুভাষ, দক্ষিণেশ্বর এবং দমদম-তিনটি স্টেশনেই দিনের প্রথম ট্রেন চলবে সকাল ১০টা থেকে। রাতের পরিষেবার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর