অ্যাপশহর

এই ভারতীয়ের আবিষ্কারে বোবা-ও কথা বলবে

যারা কথা বলতে পারেন না কিংবা কথা বলতে প্রতিবন্ধকতা আছে তাঁদের কথা ভেবেই অ্যাপ তৈরি করেছেন ওসমানিয়া বিশ্বাবিদ্যালয়ের প্রাক্তনী এক তরুণ ইঞ্জিনিয়ার শরত মুসাম৷

EiSamay.Com 23 Jun 2017, 11:57 am
ঝিলম করঞ্জাই
EiSamay.Com indian engineer created talk2all app which will help dumb people to talk
এই ভারতীয়ের আবিষ্কারে বোবা-ও কথা বলবে


টক টু অল!

যারা কথা বলতে পারেন না কিংবা কথা বলতে প্রতিবন্ধকতা আছে তাঁদের কথা ভেবেই অ্যাপ তৈরি করেছেন ওসমানিয়া বিশ্বাবিদ্যালয়ের প্রাক্তনী এক তরুণ ইঞ্জিনিয়ার শরত মুসাম৷ অ্যান্দ্রয়েড স্মার্টফোনে সহজেই ডাউনলোড করেই ব্যবহার করা যাবে সেই অ্যাপ৷ অনেকটা বিখ্যাত বিজ্ঞানী স্টিফ্যান হকিংয়ের ব্যবহূত স্পিচ সিনথেসাইজারের মতো৷ হকিংয়ের ক্ষেত্রে মুখের নড়াচড়া ভয়েস পরিবর্তিত হয়৷ এ ক্ষেত্রে অবশ্য শব্দ তরঙ্গ তৈরি হবে না৷ হাতের মুঠোয় থাকা মোবাইলে আঙুলের ছোয়া নিজেরে ভাষায় টাইপ করা শব্দ সামনে বসা মানুষের ভাষায় তড়িত্ গতিতে ভাষান্তরিত হবে৷ বর্তমানে শুধু অ্যান্দ্রয়েড ফোনে এই অ্যাপ পরিষেবা মিললেও, অ্যাপটি ‘আই ফোন’ বান্ধব হিসেবে তৈরি করে জোরকদমে গবেষণা চালাচ্ছে তরুণ এই প্রযুক্তিবিদ৷ শরতের দাবি,‘আগামীদিনে আই ফোনেও মিলবে এই সুবিধে৷’

এ বার ওরাও কথা বলবে প্রাণ খুলে...

লক্ষ লক্ষ মানুষ কথা বলার সমস্যায় জর্জরিত৷ বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোক অথবা সেরেব্রাল পালসি বাকশক্তিতে প্রভাব ফেলে৷ সেই সমস্ত মানুষের জন্য তৈরি হয়েছে এই ‘টক টু অল’৷ তেলেঙ্গানার বাসিন্দা, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েট শরত মুশাম এই অ্যাপটি তৈরি করেছেন৷ যারা কথা বলতে পারেন না কিংবা কথা বলতে অসুবিধে তাদের কথা ভেবেই এই অ্যাপ৷ অটিসজমে আক্রান্ত শিশু এবং পার্কিনসনে আক্রান্ত লোকজনের জন্য এই অ্যাপটি বিশেষ উপকারি বলে দাবি, ওসামানিয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর৷ কোন বাকশক্তিহীন মানুষ সহজেই নিজের মনের ভাবকে সামনে বসে থাকা ব্যক্তির কাছে সহজেই প্রকাশ করতে পারবেন এই অ্যাপের সাহায্যে৷ কোনও একজন ব্যক্তি ১০৪টি ভাষাতে রূপান্তরিত করতে সক্ষম এই অ্যাপটি৷ এর মধ্যে ইউরোপীয় ভাষার মধ্যে যেমন ইংরেজি,স্প্যানিস, জার্মান রয়েছে, তেমনই রয়েছে ভারতীয় ভাষার মধ্যে হিন্দি, তামিল, উর্দু৷



কীভাবে কাজ করে অ্যাপটি? যেতে হবে ডব্লু.ডব্ল.ডব্ল.টকটুঅলঅ্যাপ.কম (www.Talk2allapp.com)৷ গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়৷ থ্রি জি এবং ওয়াইফাই পরিবেশে কাজ করতে সক্ষম এই প্রযুক্তি৷ এ ছাড়া বাড়তি হিসেবে রয়েছে টক টু অল ব্যবহারকারীদের নিজেরে মধ্যে বিনামূল্যে কল, চ্যাট ও মেসেজিং করার সুবিধে৷ পাঁচ বছরের গবেষণার ফসল এটি৷ বর্তমানে ইউএস পেটেন্ট অ্যান্ড ড্রেড মার্ক অফিসে আবেদন জমা হয়েছে৷

ওদিকে শরতের বক্তব্য, ‘শুধু কথা বলতে সমস্যা এবং প্রতিবন্ধকতা থাকা মানুষরাই নয়, এই অ্যাপ আরও অনেক পেশার মানুষই ব্যবহার করে উপকৃত হবে৷’ যেমন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে বিভিন্ন ভাষাভাষীর পড়ুয়া এবং শিক্ষক রয়েছেন তাঁরা নিজেদের মধ্যে সহজেই বার্তা বিনিময় করতে সক্ষম হবে৷শুধু তাই নয়, ভারতের মতো দেশে এই ধরনের অ্যাপের উপযোগীতা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মত প্রকাশ করেছেন রাজ্যের একাধিক কর্পোরেট হাসপাতালের প্রশাসকরা৷ রোগী স্বার্থ নিয়ে সংগ্রামকারী এক সমাজকর্মী উত্তান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ রাজ্যের রোগী অন্য রাজ্যের হাসপাতালে ডাক্তার দেখাতে যায়৷ ডাক্তারদের নিজেরে অনুভূতি আলাদা করে বলতে অসুবিধে হয়৷ এই ধরনের প্রযুক্তি থাকলে সত্যি খুব উপকার হয়৷’ এ ছাড়াও ট্যুর অপারেটরদেরও এটা প্রভূত উপকারে আসতে পারে বলে মত শহরের একাধিক বহুজাতিক ভ্রমণ সংস্থার আধিকারিকদের৷ একমত শরত জানান, ‘ভারতে এত ভাষায় বৈচিত্র যে এ রাজ্যের মানুষ অন্য রাজ্যে বেড়াতে গেলে এই অ্যাপের সাহায্যে সহজেই একে অপরকে নিজেদের বক্তব্য বিনিময় করতে পারবে৷ ভাষা বাঁধনে আটকে থাকবে না কেউ৷ আমার মনে হয় এতে দেশের ঐক্য আরও মজবুত হবে৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল