অ্যাপশহর

ভূতের রাজার পর ট্রুলি বং, বাঙালিয়ানার স্বাদ যে বড্ড 'মেহেঙ্গা'!

ভূতের রাজা দিল বরের পর ইলিশ ট্রুলি বং! বাঙালি খাবারের দাম দেখে চক্ষু চড়কগাছ গোটা বাংলার। আর সেই কারণেই শহরের আরও একটি বাঙালি রেস্তোরাঁ নেটপাড়ায় প্রবল ট্রোলিংয়ের শিকার হল।

EiSamay.Com 17 Oct 2021, 3:53 am

হাইলাইটস

  • মোচার চপের দাম ৮০ টাকা, পোস্তর বড়া ১৫০!
  • ভূতের রাজার বর ‘রিজেক্ট’ করার পর এবার নেটিজেনদের রোষের মুখে ইলিশ ট্রুলি বং রেস্তোরাঁ।
  • পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁ সম্প্রতি নিজেদের উৎসব স্পেশাল মেনু প্রকাশ্যে এনেছে।
EiSamay.Com Ilish Truly Bong Trolled
ছবি সৌজন্য-ফেসবুক
এই সময় ডিজিটাল ডেস্ক: মোচার চপের দাম ৮০ টাকা! পোস্তর বড়া ১৫০! ভূতের রাজার বর ‘রিজেক্ট’ করার পর এবার নেটিজেনদের রোষের মুখে ইলিশ ট্রুলি বং রেস্তোরাঁ। পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁ সম্প্রতি নিজেদের উৎসব স্পেশাল মেনু প্রকাশ্যে এনেছে। ওই মেনুর শুরুতেই দেখা যাচ্ছে, হাঁসের ডিমের ডেভিলের দাম ১৮০ টাকা। রোস্ট চিকেন বিকোচ্ছে সাড়ে ৪০০ টাকায়। কাঁকড়ার ঝোলের দাম ৫০০ টাকা। কাকতালীয়ভাবে, এই রেস্তোরাঁতেও নাকি আলুভাজার দাম সেই ৮০ টাকাই। অবশ্য আলুর বদলে উচ্ছে, বেগুন, পটল, কুমড়োও বেছে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রেও কিন্তু গুনে গুনে ৮০ টাকাই খরচ করতে হবে। বাড়তি শ’খানেক টাকা খরচ করলে চার পিস লুচিও পেয়ে যাবেন। তবে বিষয়খানা মোটেও ভালো চোখে দেখছে না বাঙালি। আর তাই নেটিজেনরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ট্রোল করতে শুরু করেছেন।
ওই মেনুর নীচে ইন্দ্র দরকার নামের এক নেটিজেন লেখেন, এত সস্তা! যাব না। দামটা আরেকটু বাড়ান। বর্ণালী গুপ্ত নামের এক নেটিজেনের কথায়, বিজ্ঞাপন দিয়ে গলা কাটা হচ্ছে! দিনে দুপুরে ডাকাতি তো!’ তপন পাত্রের প্রশ্ন, ‘আচ্ছা এই দোকানটি কি সানফ্রান্সিসকোতে অবস্থিত? না যা দাম সেজন্যই জিজ্ঞাসা করছি আরকি।' মনোসিজ রায়ের রসিকতায় ভরা প্রশ্ন, ‘হাঁসের ডিমের দাম ১৮০! আচ্ছা, এই হাঁসটাই কি সোনার ডিম পাড়ে?

আরও পড়ুন: পুজোয় ভূতের রাজার বর ফেরাল বাঙালি! ৯০ টাকার আলু ভাজায় অরুচি প্রকাশ্যে!!

অরিজিৎ সেন নামের এক ব্যক্তির টিপ্পনি, ‘EMI-তে খাবার পাওয়া যাবে? না মানে পটল ভাজা ৮০ টাকা... হাঁসের ডিমের ডেভিল ১৮০। এরপরেই দুটো সন্দেশের জন্য ১০০ টাকা নেবেন। তার উপর GST।' শীর্ষেন্দু সাহা জিজ্ঞাসা করেন, ‘ ওঁরা কি খরিদ্দারকে আমন্ত্রণ জানাচ্ছে নাকি দূরে সরানোর চেষ্টা করছেন?’ মোহর পুরকায়স্থ নামের এক মহিলার অভিযোগ, কজন যাবে ওই রেস্তোরাঁয় খেতে? দামের কোনও লাগাম থাকবে না!'


চলতি মাসেই শারদীয়ার মেনু প্রকাশ্যে এনেছিল দক্ষিণ কলকাতার বাঙালি রেস্তোরাঁ ভূতের রাজা দিল বর। সেক্ষেেত্রেও খাবার 'ওভারপ্রাইসড' হওয়ায় রেঁস্তোরা কর্তৃপক্ষকে বাক্যবাণে বিদ্ধ করেছিলেন নেটিজেনরা। 'প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া', ট্যাগলাইনটি নিয়েও মারাত্মক ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছিল রেঁস্তোরা। এক নেটিজেন লিখেছিলেন, 'প্রতি পদে মাতৃত্বের ছোঁয়া? আমার মা যদি জানে যে আমি বাইরে ৯০ টাকা দিয়ে আলুভাজা খাচ্ছি তাহলে আমার পিঠে খুন্তির ছোঁয়া পড়বে গো গুপি দাদা!'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল