অ্যাপশহর

২৩ মাসে ৩.৮ কিমির সুড়ঙ্গ পৌঁছল এসপ্ল্যানেডে

ভূগর্ভে টিবিএম-এর ধাক্কায় এসপ্ল্যানেডের ডায়াফ্রাম ওয়াল ভাঙতেই মাটির উপরে সেই ছবি মোবাইল ফোনের ক্যামেরাবন্দি করার হিড়িক পড়ে গেল৷ সঙ্গে হাততালি গত দু’বছরের অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি জানাল৷

EiSamay 23 Mar 2018, 1:26 pm
এই সময়: দায়িত্বের হস্তান্তর৷ হাওড়া ময়দানে পরস্পরের সঙ্গে হাত মেলালেন বীরেন্দ্র কল ও সন্দীপ দাশগুপ্ত৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিং মেশিন ‘প্রেরণা’ এসপ্ল্যানেডে পৌঁছে যাওয়ায় আপাতত দায়িত্ব শেষ বীরেন্দ্রর৷ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার দায়িত্ব এ বার সন্দীপের উপর৷ ঘড়িতে তখন ৩টে৷ যন্ত্রের ধাক্কায় কংক্রিটের দেওয়ালের একাংশ ভেঙে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গ নির্মীয়মাণ এসপ্ল্যানেড স্টেশন চত্বরে ঢুকতেই মাটির ২৮ মিটার নীচে হইহই পড়ে গেল৷ ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে হাওড়া ময়দানে ভূগর্ভে নামার সুড়ঙ্গের মুখেও সেই উচ্ছ্বাসের ছোঁয়া৷
EiSamay.Com howrah maidan to esplanade underwater metro tunnel completed
২৩ মাসে ৩.৮ কিমির সুড়ঙ্গ পৌঁছল এসপ্ল্যানেডে


মাটির উপরে জায়ান্ট স্ক্রিনে চোখ আটকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুড়ঙ্গ নির্মীয়মাণ সংস্থার শ’খানেক কর্মী৷ গায়ে ফ্ল‌ুরোসেন্ট জ্যাকেট, মাথায় হেলমেট, পায়ে সেফটি শু৷ সবাই সুড়ঙ্গেই কাজ করছিলেন৷ ডায়াফ্রাম ওয়াল ভাঙার মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতেই তিনটের আগে সবাই উঠে এসেছেন উপরে৷ ভূগর্ভে টিবিএম-এর ধাক্কায় এসপ্ল্যানেডের ডায়াফ্রাম ওয়াল ভাঙতেই মাটির উপরে সেই ছবি মোবাইল ফোনের ক্যামেরাবন্দি করার হিড়িক পড়ে গেল৷ সঙ্গে হাততালি গত দু’বছরের অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি জানাল৷

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড- ৩.৮ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়তে সময় লাগল ২৩ মাস৷ পার করতে হয়েছে নানা ধরনের বাধা-বিপত্তি৷ প্রতিটা দিনই কেটেছে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায়৷ অবশেষে হঠাৎই যেন যাবতীয় বাধার অবসান হয়ে গেল৷ এসপ্ল্যানেডে পৌঁছে গেল টিবিএম ‘প্রেরণা’৷ এসপ্ল্যানেডে পৌঁছে যেতে দায়িত্বও শেষ হল জার্মান সংস্থা হেরেনাখটের তৈরি এই আর্থ প্রেশার টানেল বোরিং মেশিনের৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ব্যবহার করা দু’টি যন্ত্রকেই ‘ছুটি’ দিয়ে নতুন যন্ত্র দিয়ে বাকি কাজটা হবে৷ নতুন একজোড়া যন্ত্র ইতিমধ্যেই রাখা রয়েছে নিউ টাউনে৷ এসপ্ল্যানেড থেকে পুরোনো যন্ত্র দুটো তুলে নেওয়ার পর নতুনদের নীচে নামানো হবে৷ ‘রচনা’ অবশ্য এসপ্লানেডেই পৌঁছবে দিন কয়েক বাদে৷ তখনই শেষ হবে তার কাজও৷

বৃহস্পতিবার একটি টিবিএম এসপ্ল্যানেডের ডায়াফ্রাম ওয়াল ভেদ করার পর সংস্থার জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) এ কে নন্দী এবং এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রযুক্তিবিদ বিশ্বনাথ দেওয়ানজি বলেন, ‘এসপ্ল্যানেডে এসে আমরা একটা ধাপ পেরোলাম৷ এর সাফল্যের জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ৷ সোমবার ব্রেবোর্ন রোড ফ্লাইওভার বন্ধ রেখে আমরা কাজ করেছি৷’ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কাটার দায়িত্ব যাঁর উপর বর্তাল, সেই সন্দীপ দাশগুপ্ত বললেন, ‘এই প্রায় আড়াই কিলোমিটার পথে অন্তত ৭০০টি গুরুত্বপূর্ণ বাড়ি রয়েছে৷ বলা যায়, গোটা পথটাই এমন বাড়ির নীচ দিয়ে গিয়েছে৷ তবে, কাজ সময়ের মধ্যেই শেষ হবে৷’

কেএমআরসিএল -এর প্রযুক্তিবিদরা জানালেন, এসপ্ল্যানেড পার করে এস এন ব্যানার্জি রোড ধরে সুবোধ মল্লিক স্কোয়্যার হয়ে শিয়ালদহের দিকে সুড়ঙ্গ এগোবে৷ এই কারণেই সুড়ঙ্গের অগ্রগতি হয়তো কিছুটা ঢিমেতালে হবে৷ কেএমআরসিএল জানিয়েছে, সুড়ঙ্গের পথে পড়া বাড়িগুলোর অবস্থা কেমন, তাদের কোনটার জন্য কোন ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আপাতত সমীক্ষার কাজই চলছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল