অ্যাপশহর

'ডিমনিটাইজেশন নয়, ডিমোদীটাইজেশন', মমতার নিশানায় নমো

'ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে যাঁদের মৃত্যু হল, তাঁদের শ্রদ্ধা জানাতেও ভুলে গেলেন। কাল ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হবে কিনা বললেন না।

EiSamay.Com 31 Dec 2016, 10:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বছর শেষের রাতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ৪৫ মিনিটের বক্তব্য শেষ হতেই, একের পর এক টুইট করে নোট ব্যান ইস্যুতে নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, নোট সমস্যার ৫০ দিন কেটে গেলেও কেন সমাধান বাতলাতে পারলেন না প্রধানমন্ত্রী।
EiSamay.Com how oppositions reacted to narendra modis new years eve address
'ডিমনিটাইজেশন নয়, ডিমোদীটাইজেশন', মমতার নিশানায় নমো


End of #Demonetization and Start of #DeModitization. Modi babu wanted 50 days, he failed. My latest Facebook post | https://t.co/rOswttxTOR — Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, 'কালোটাকা উদ্ধার, ডিমনিটাইজেশন অ্যাজেন্ডা থেকে সরে গিয়ে বাজেট পূর্ববর্তী ভাষণ দিয়ে দিলেন। এটা তো অর্থমন্ত্রীর কাজ।' এরপরই নমো-কে সরাসরি দুষে মমতার কটাক্ষ, 'কত কালোটাকা এতদিনে উদ্ধার হল? ৫০ দিনের যন্ত্রণার পর দেশবাসী কি লাভ করল? এটা তো ডমনিটাইজেশন নয়, ডিমোদিটাইজেশন। অতএব ২০১৭ হচ্ছে ডিমোদিটাইজেশন।' মোদীর ভাষণকে হৃদয়হীন ও ভিত্তিহীন ভাষণ বলেও আখ্যা দেন মমতা।


Heartless,baseless speech.Forgot to even pay respects to 112+ citizens who died in Qs.Saying Nation Address & doing political vendetta 6/6 — Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2016
বলেন, 'ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে যাঁদের মৃত্যু হল, তাঁদের শ্রদ্ধা জানাতেও ভুলে গেলেন। কাল ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হবে কিনা বললেন না।

শুধু মমতাই নয়, প্রধানমন্ত্রীকে একযোগে আক্রমণ করেছে কংগ্রেস ও বামেরাও। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেন, মোদীর ঘোষণা হাতাশাজনক। নোট বন্দিতে মানুষ ক্ষতিগ্রস্থ, তা কেন্দ্র বুঝেছে। ক্ষত মেরামতির জন্যই এত ঘোষণা। কংগ্রেসের বক্তব্য, কৃষকদের নিয়ে উপহাস করছেন মোদী। মোদীর কথা বেশি কাজ কম।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল