অ্যাপশহর

Hiran Chatterjee: পদ্ম ছেড়ে তৃণমূলে হিরণ? ছবি ভাইরাল হতেই মুখ খুললেন BJP বিধায়ক

পদ্মে ছেড়ে তৃণমূলে হিরণ? জল্পনার মাঝে ভিডিয়ো বার্তা অভিনেতার। টুইটে ট্যাগ করলেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 20 Jan 2023, 9:40 pm
West Bengal Local News শুক্রের সন্ধেয় বঙ্গ রাজনীতিতে তোলপাড়। পদ্ম শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে ফিরছেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়? (Hiraan Chatterjee) জোর জল্পনার ঝড় উঠল বঙ্গ রাজনীতিতে। সৌজন্যে বিজেপি তারকা বিধায়ক হিরণের (BJP MLA Hiran Chatterjee) একটি ছবি। তৃণমূলের অফিসের সোফায় বসা খড়গপুরের বিধায়কের ছবি ভাইরাল হতে খবর ছড়ায় তাহলে পাকাপাকি ভাবে পুরনো দলে জোড়াফুলে ফিরে গেলেন হিরণ? কিন্তু কোনও তরফেই কোনও ঘোষণা না হওয়ায় ছবি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
EiSamay.Com hiran chatterjee
হিরণের ভিডিয়ো বার্তা


Hiran Chatterjee: পদ্ম ছেড়ে ঘাসফুলে কামব্যাক হিরণের? মুখ খুললেন এক ফ্রেমে থাকা তৃণমূল নেতা

এর মাঝেই হিরণের টুইটারে ভেসে উঠল এক পুরনো জনসভার ভিডিয়ো। মনে করা হচ্ছে এই ভিডিয়ো পোস্ট করেই রাজনৈতিক মহলের জল্পনার উত্তর দিলেন খড়গপুরের (Kharagpur) বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভিডিয়োটি বিজেপির একটি জনসভার। যেখানে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যাচ্ছে, ''মারবি যত, ঝরবে রক্ত। দ্যাখ এখানে কত শ্রীরামের ভক্ত।'' রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য রাজনীতির জল্পনার উত্তেজনায় জল ঢালতেই এই ভিডিয়ো পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। মনে করা হচ্ছে, পদ্মশিবিরের জনসভার পুরনো ভিডিয়ো পোস্ট করে এই বার্তাই দিতে চাইছেন হিরণ যে তৃণমূল নয়, তিনি এখনও পদ্মেই বহাল তবিয়তে আছেন। শুধু তাই নয়, উল্লেখ্য টুইটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) , শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), অমিতাভ চক্রবর্তী (Amitabh Chakraborty), অমিত মালব্যকে (Amit Malviya) ট্যাগ করেছেন বিজেপি নেতা হিরণ। বিশেষজ্ঞদের মতে, যেন হিরণ বার্তা দিতে চাইছেন আমি তোমাদেরই লোক। এমনকী বিজেপি অফিয়াল অ্যাকাউন্টকেও ট্যাগ করেছেন তিনি।



উল্লেখ্য, এই প্রথম নয়, সপ্তাহখানেক আগেও জল্পনা ছড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন হিরণ। এমনকী বলা হয়, এবিষয়ে আলোচনা করতে তিনি নাকি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন বিজেপির এই তারকা বিধায়ক। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এদিন ভাইরাল হওয়া ওই ছবি সম্ভবত ওই দিনেরই। হিরণের তৃণমূল যোগের জল্পনা আরও বাড়িয়েছে তাঁর সঙ্গে এক ফ্রেমে থাকা পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। এই সময়ের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করতে তিনি এবিষয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর