অ্যাপশহর

দিল্লির পর এ বার মহানগরেও পরিষেবা ‘অ্যাম্বুল্যান্স ম্যানে’র

দিল্লির পথেঘাটে দৌড়তে শুরু করে ‘অ্যাম্বুল্যান্স ম্যান’ হিসেবে খ্যাত হিমাংশু কালিয়ার একের পর এক অ্যাম্বুল্যান্স। রাজধানীর পাশাপাশি তাঁর অ্যাম্বুল্যান্স ও রক্তদাতাদের নিয়ে তৈরি তথ্যভাণ্ডার ২৪ ঘণ্টার পরিষেবা দেয় মুম্বই, হায়দরাবাদ, জয়পুর, আমেদাবাদ, চণ্ডীগড় ও অমৃতসরে। এ বার সেই পরিষেবা চালু হতে চলেছে কলকাতাতেও।

EiSamay.Com 14 Nov 2019, 8:52 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হাসপাতাল পৌঁছতে দেরি হয়েছিল বলে বাঁচেননি বাবা। তখনই শপথ নিয়েছিলেন, জীবনে এমন কিছু করবেন যাতে দেরির কারণে কারও মৃত্যু না-হয়। তাই বিয়ের সময়ে যৌতুক হিসেবে যখন গাড়ি দেওয়ার ব্যাপারে জোর করেছিলেন শ্বশুরমশাই, তখন চেয়েছিলেন একটি অ্যাম্বুল্যান্স। সেই শুরু। তার পর দিল্লির পথেঘাটে দৌড়তে শুরু করে ‘অ্যাম্বুল্যান্স ম্যান’ হিসেবে খ্যাত হিমাংশু কালিয়ার একের পর এক অ্যাম্বুল্যান্স। রাজধানীর পাশাপাশি তাঁর অ্যাম্বুল্যান্স ও রক্তদাতাদের নিয়ে তৈরি তথ্যভাণ্ডার ২৪ ঘণ্টার পরিষেবা দেয় মুম্বই, হায়দরাবাদ, জয়পুর, আমেদাবাদ, চণ্ডীগড় ও অমৃতসরে। এ বার সেই পরিষেবা চালু হতে চলেছে কলকাতাতেও। শহরে আয়োজিত সাংবাদিক বৈঠকে মঙ্গলবার এই ঘোষণা করেন স্বয়ং হিমাংশু।
EiSamay.Com ambulance man


হাজির ছিলেন হিমাংশুর স্ত্রী টুইঙ্কলও। দেশের প্রথম মহিলা অ্যাম্বুল্যান্স চালক হিসেবে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। কালিয়া দম্পতি জানান, সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি থেকে তাঁরা অ্যাম্বুল্যান্সের পাশাপাশি রক্তদাতাদের একটি নেটওয়ার্কিং পরিষেবাও চালু করবেন শহরে। তাঁরা জানান, তার আগেই তাঁরা প্রকাশ করবেন ১৫ লক্ষ স্বেচ্ছা-রক্তদাতার তথ্যপঞ্জি। হিমাংশু বলেন, ‘দিল্লিতে আমরা বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দিই। এ রাজ্যের সরকারি পরিষেবায় রক্ত এমনিতেই বিনামূল্যে মেলে। আমরা রক্ত জোগাড় করে দেওয়ার ব্যাপারে সরকারি-বেসরকারি বৈষম্য তৈরি হতে দেব না। প্রয়োজনে সরাসরি দাতাকেও যাতে যোগাযোগ করা যায়, তার জন্যই তথ্যভাণ্ডার তৈরি করছি। কথাবার্তা চলছে বাংলার বিভিন্ন অ্যাম্বুল্যান্স এজেন্সির সঙ্গেও।’ সংস্থার ন্যাশনাল কমিউনিকেশন কো-অর্ডিনেটর রঞ্জন দাশগুপ্ত জানান, শুক্রবার স্বাস্থ্যসচিব সঙ্ঘমিত্রা ঘোষের সঙ্গে এ বিষয়ে তাঁদের আলোচনা হওয়ার কথা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল