অ্যাপশহর

হেস্টিংস থেকে ডাফরিন, রাজপথ জুড়ে যুদ্ধ

রানি রাসমনি অ্যাভিনিউ থেকে সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর নেতৃত্বে মিছিল গান্ধিমূর্তির সামনে এসে দুই ভাগে ভাগ হয়ে একটি মিছিল মেয়ো রোডের দিকে যেতেই ধেয়ে আসে লাঠিধারী একদল পুলিশ৷

EiSamay.Com 23 May 2017, 9:13 am
এই সময় : রানি রাসমনি অ্যাভিনিউ থেকে সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর নেতৃত্বে মিছিল গান্ধিমূর্তির সামনে এসে দুই ভাগে ভাগ হয়ে একটি মিছিল মেয়ো রোডের দিকে যেতেই ধেয়ে আসে লাঠিধারী একদল পুলিশ৷ ধস্তাধস্তিতে মেয়ো রোডের উপর পড়ে যান সূর্যকান্ত মিশ্র৷ সূর্যকে ঘিরে থাকা জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালাতেই লাঠির বাড়ি গিয়ে পড়ে সিপিএম রাজ্য সম্পাদকের গায়ে৷
EiSamay.Com highway of city of joy turns into battlefield by the clash between police and left protesters
হেস্টিংস থেকে ডাফরিন, রাজপথ জুড়ে যুদ্ধ


ততক্ষণে বিমানের নেতৃত্বে মিছিল গিয়ে ডাফরিন রোডের ব্যারিকেডে ধাক্কা মারতে শুরু করেছে৷ সূর্যকান্তর উপর লাঠির বাড়ি পড়তেই উত্তেজিত বাম সমর্থকরা পাল্টা ধেয়ে যায় লাঠিধারী পুলিশের দিকে , গান্ধিমূর্তির সামনে মেয়ো -ডাফরিন রোডের ক্রসিংয়ে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ৷ উত্তেজিত বাম সমর্থকদের দিক থেকে ইট-পাথর উড়ে যেতে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করা শুরু করে বলে অভিযোগ৷ ডাফরিন রোডের দিক থেকে কাঁদানে গ্যাসের শেল এসে পড়ে বিমানের সামনে৷ প্রেস ক্লাবের সামনে বাস স্ট্যান্ডের কাছে ততক্ষণে ধুন্ধুমার শুরু হয়ে গিয়েছে৷ ডিসি নর্থ শুভঙ্কর সিন্্হা সরকার , ডিসি এসটিএফ মুরলীধর শর্মার নেতৃত্বে পুলিশ প্রবল লাঠিচার্জ শুরু করায় জনতা ছত্রভঙ্গ হয়ে প্রেস ক্লাব , রেফারি টেন্ট, রিজার্ভ ব্যাঙ্ক ক্লাব , কর্পোরেশন ক্লাব সহ একাধিক ক্লাবের টেন্টে ঢুকে পড়ে জনতা৷ সুলভ শৌচাগারের মধ্যে মহিলা বাম সমর্থকরা ঢুকে পড়ায় তাঁদের সেখান থেকে টেনে বের করে বেধড়ক লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ৷ বাস স্ট্যান্ডের মধ্যে বাসের ভেতর থেকে জনতাকে টেনে নামিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ৷

দুপুর পৌনে দুটো থেকে এই খন্ডযুদ্ধ চলেছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত৷ বিরোধী দলনেতা আব্দুল মান্নান বিকেলে গান্ধিমূর্তির কাছে বসে থাকা বিমান -সূর্যকান্তর সঙ্গে দেখা করতে গেলে তখনও পুলিশ একদফায় লাঠিচার্জ করে৷ দফায় দফায় এই লাঠিচার্জের ফলে সংবাদমাধ্যমের কর্মী সহ শতাধিক বাম সমর্থক জখম হয়েছেন এখানে৷ কোনও প্ররোচনা ছাড়াই পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ করেছেন সূর্যকান্ত৷ তাঁর দাবি , ‘পুলিশ সম্পূর্ণ বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে৷ আমাদের কারও কাছে ইট ছিল না৷ বিরোধী দলনেতা দেখা করতে এলে তখনও পুলিশ আক্রমণ চালিয়েছে৷ মঙ্গলবার রাজ্যজুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ হবে৷ ’ বাম সমর্থকরা ডাফরিন রোড ও মেয়ো রোডের ব্যারিকেড ভাঙতে না পারলেও কান্তি গঙ্গোপাধ্যায় ও সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পিটিএস থেকে বাম মিছিল দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের আগের প্রথমে বাঁশের ব্যারিকেড ও কিছুটা পরে স্টিলের ব্যারিকেড ফেলে দেয় এ দিন৷ পুলিশ পাল্টা লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করে৷ পিটিএস থেকে এসএসকেএম পর্যন্ত পথ এ দিন দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়৷

পুলিশের লাঠির গায়ে জখম হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় কান্তিকে৷ প্রায় ৪৫ মিনিট রাস্তায় পড়েছিলেন তিনি৷ পিটিএসের মিছিল ব্যারিকেড ভেঙে দেওয়ায় এখানে পুলিশ প্রথমে পিছু হঠে পরে উঁচিয়ে বাম সমর্থকদের তাড়া করে৷ অন্তত ১৫ -২০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল এখানে চার্জ করে পুলিশ৷ সিপিএম নেতৃত্বের দাবি , পিটিএসের সামনে পুলিশের লাঠির ঘায়ে অন্তত শতাধিক বাম সমর্থক জখম হয়েছেন৷ পুলিশের লাঠি চলে খিদিরপুর মাজার থেকে নবান্নমুখী মিছিলে৷ মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ির নেতৃত্বে এই মিছিল খিদিরপুর রোড ধরে প্রথমে একটি বাঁশের ব্যারিকেড ভেঙে দিয়ে হুমড়ি খেয়ে পড়ে বিদ্যাসাগর সেতুর ঠিক আগে রাস্তাজুড়ে থাকা স্টিলের ব্যারিকেডে৷ ধস্তাধস্তিতে জখম হন শমীক লাহিড়ি৷ ব্যারিকেড ভাঙতে না পেরে সেলিমের নেতৃত্বে বাম সমর্থকরা হেস্টিংস মোড় অবরোধ করে সভা করে৷ এই সভা যখন শেষের মুখে তখন পুলিশ স্টিলের ব্যারিকেড ছেড়ে লাঠি উঁচিয়ে ধেয়ে আসে৷ অভিযোগ , শান্তিপূর্ণ সভার উপর বেধড়ক লাঠিচার্জ করা হয়৷ হেস্টিসের মোড়ে বাস স্ট্যান্ডে থাকা পথচারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ হেস্টিংসে বাসে উঠে পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ অন্তত ১০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল