অ্যাপশহর

গভীর নিম্নচাপে আজ বাড়বে বৃষ্টি

গভীর নিম্নচাপের হানায় হেমন্তের বাংলায় বর্ষার আবহ৷ মেঘলা আকাশ, দিনভর বৃষ্টি৷

EiSamay.Com 16 Nov 2017, 10:06 am
এই সময়: গভীর নিম্নচাপের হানায় হেমন্তের বাংলায় বর্ষার আবহ৷ মেঘলা আকাশ, দিনভর বৃষ্টি৷ দিনের তাপমাত্রা কমলেও রাতের পারদ ঊর্ধ্বমুখী৷ পূর্বাভাস বলছে, নিম্নচাপ ক্রমশ বাংলার কাছে আসবে৷ পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টির তীব্রতা৷ আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ উপকূলীয় বাংলায় বিক্ষিন্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷ অবশ্য বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়েই, বুধবারের মতোই৷ কাল, শুক্রবারও বৃষ্টি পিছু ছাড়বে না৷ পরিস্থিতির উন্নতি হতে পারে শনিবার থেকে৷
EiSamay.Com heavy depression in bay of bengal rain forecast today and tomorrow in kolkata
গভীর নিম্নচাপে আজ বাড়বে বৃষ্টি


আন্দামান সাগর লাগোয়া মালয় উপসাগরে দিন সাতেক আগে একটি নিম্নচাপ উদয় হয়েছিল৷ সপ্তাহভর বঙ্গোপসাগরে ঘোরাঘুরি করে এখন সেটি রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে৷ তার অবস্থান ওডিশার গোপালপুর থেকে ৩৪০ কিলোমিটার দূরে৷ বুধবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর হয়েছে৷ আবহবিদরা বলছেন, নিম্নচাপ অন্ধ্র বা ওডিশা, কোনও উপকূল হয়েই স্থলভাগে ঢুকবে না৷ বরং, উত্তর-উত্তর-পূর্ব অভিমুখে এগোবে৷ নিম্নচাপের এই মতির জন্য বাংলার বিপদ বাড়ল বলেই মনে করছেন আবহবিদরা৷ কারণ, এর ফলে নিম্নচাপ বাংলার স্থলভাগে না ঢুকুক, অনেকটা কাছে চলে আসবে৷ তাই জলীয় বাষ্পের আমদানি বেড়ে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে৷ তাই আজ, বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় বিক্ষিন্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ বৃষ্টি চলবে কাল, শুক্রবারও৷ নিম্নচাপ সরে গেলে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে৷ তখন ফের রোদ উঠবে৷ দিনের তাপমাত্রা বাড়লেও, কমতে শুরু করবে রাতের তাপমাত্রা৷ ফিরবে হেমন্তের ছোঁয়া৷ অবশ্য পুরোটাই নির্ভর করবে সাগরের মতির উপর৷ নতুন করে জলীয় বাষ্প ঢুকলে আবার পরিস্থিতি বদলে যেতে পারে৷

আমজনতার মনে যদিও প্রশ্ন, হেমন্তে আবার নিম্নচাপ কেন! আবহবিদরা বলছেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই| বর্ষা গেলেই নিম্নচাপের আনাগোনা থেমে যায় না৷ কারণ, ঠিক পর পরই শুরু হয়ে যায় ঘূর্ণিঝড়ের মরসুম৷ ফলে নিম্নচাপ, গভীর নিম্নচাপের আসা-যাওয়া লেগেই থাকে৷ জনতার ভাগ্য ভালো, এখনও কোনও নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেয়নি!ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা হেমন্তের হঠাত্ বৃষ্টিতে ছাতা মাথায় অফিসের পথে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল