অ্যাপশহর

সিসিটিভির নজরে মেডিক্যাল কলেজে

স্বাস্থ্যসচিব ওই টিভির পর্দাতেই দেখতে পারবেন শহরের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজের কর্মকাণ্ড৷

EiSamay.Com 23 Dec 2016, 10:19 am
এই সময়: স্বাস্থ্য ভবনের পাঁচতলায় স্বাস্থ্য সচিব রাজেন্দ্রশঙ্কর শুক্লার চেম্বার৷ তাঁর টেবিলের সামনে দেওয়ালে ঝোলানো বড় একটা এলসিডি টিভি৷ ওই টিভির সঙ্গে যুক্ত স্বাস্থ্য ভবনের সমস্ত সিসিটিভি৷ এবং এই টিভিতেই স্বাস্থ্য ভবনের বিভিন্ন প্রান্তের কর্মকাণ্ড নজরে রাখেন স্বাস্থ্য সচিব৷ এ বার খুব শিগগিরই স্বাস্থ্যসচিব ওই টিভির পর্দাতেই দেখতে পারবেন শহরের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজের কর্মকাণ্ড৷ স্বাস্থ্য ভবন থেকেই সম্ভব হবে পাঁচটা সরকারি মেডিক্যাল কলেজের নিয়মিত নজরদারি৷ মেডিক্যাল কলেজগুলির সমস্ত সিসিটিভির দৃশ্য সরাসরি দেখতে পারবেন স্বাস্থ্য সচিব৷ জরুরি বিভাগ থেকে শুরু করে অপারেশন থিয়েটার- রিমোটের বোতাম টিপেই স্বাস্থ্য সচিব দেখে নিতে পারবেন ডিরেক্টর, অধ্যক্ষ ও ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট কী করছেন৷ কেন এই ব্যবস্থা, তা নিয়ে অবশ্য স্বাস্থ্যকর্তাদের সকলেই মুখেই কুলুপ৷
EiSamay.Com health department to keep watch on calcutta medical colleges
সিসিটিভির নজরে মেডিক্যাল কলেজে


কী ভাবে সম্ভব হবে এটা? ঘটনা হল, সমস্ত মেডিক্যাল কলেজের সঙ্গেই স্বাস্থ্য ভবনের বিশেষ কম্পিউটার কেবল নেটওয়ার্ক রয়েছে৷ স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সম্প্রতি স্বাস্থ্য দন্তরের তথ্যপ্রযুক্তি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে শহরের পাঁচটা মেডিক্যাল কলেজের সিসিটিভি-র কেবলের সঙ্গে ওই কম্পিউটার নেটওয়ার্ককে যুক্ত করতে৷ ইতিমধ্যে সংযোগের কাজ শুরু হয়েছে৷ যাচাই করে দেখা হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন মেডিক্যাল কলেজের সিসিটিভির দৃশ্য৷ এক কর্মী বলেন, ‘দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ ঠিকঠাক দেখা যাচ্ছে কি না৷ নেটওয়ার্ক ঠিকঠাক রয়েছে কি না৷’

ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে পিজি হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজ ও ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিসিটিভির দৃশ্য স্বাস্থ্য ভবন থেকে দেখে সন্তোষ প্রকাশ করেছেন কর্তারা৷ এই সংযোগের কাজ সম্পূর্ণ হলে, স্বাস্থ্য ভবনের চেম্বারে বসেই কর্তারা শহরের সমস্ত মেডিক্যাল কলেজের কাজকর্মের উপর নজরদারি চালাতে পারবে৷ অর্থাত্, সিসিটিভির দৃশ্য শুধুমাত্র মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পুলিশের ভারপ্রান্ত আধিকারিকের চেম্বারেই সীমাবদ্ধ থাকবে না৷ চাইলে, স্বাস্থ্য ভবনে বসে ওই সমস্ত সিসিটিভির দৃশ্য দেখতে পারবেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তা৷ এখানেই শেষ নয়, আগামী দিনে নবান্ন থেকেও এই নজরদারি চালানোর জন্য প্রযুক্তিগত যোগাযোগের পরিকাঠামো তৈরির বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে৷

মূলত হাসপাতাল চত্বরে নজরদারির উদ্দেশ্যেই শুরুতে এই সিসিটিভি বসিয়েছে স্বাস্থ্য দন্তর৷ এ ছাড়া হাসপাতালের গণ্ডগোলের পর দুষ্কতীদের চিহ্নিত করে দ্রুত পাকড়াও করতেই সাহায্য করে এই সিসিটিভি৷ যেমন, পিজি হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ৷ অপরিসর ঘরে মাইনর ওটি৷ নার্সিং স্টেশন৷ অল্প জায়গায় গিজগিজ করে লোকজন৷ এখানে রোগীর পরিজনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের মারপিট নিয়মিত লেগেই রয়েছে৷ সিসিটিভি থাকলে গণ্ডগোলের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করা সম্ভব৷ এমনকি, শাস্তি দিতেও সুবিধা৷ নিয়মিত গণ্ডগোলের উপর নজর রাখতে সময়ে সময়ে পুরো পিজি হাসপাতালে চত্বরকে প্রায় দেড়শো সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে৷ একই ভাবে, এনআরএস মেডিক্যাল কলেজের বিভিন্ন প্রান্তে নয় নয় করে প্রায় ৯০টা সিসিটিভি বসানো রয়েছে৷ মেডিক্যাল কলেজ কলকাতাতেই প্রায় একই সংখ্যক সিসিটিভি বসানো রয়েছে৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজে তুলনা কম সংখ্যক রয়েছে৷ নজরদারির জন্য সব সিসিটিভির রেকর্ড করা দৃশ্য নিজের চেম্বারে বসে দেখতে পারেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ভারপ্রান্ত পুলিশ আধিকারিক৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল