অ্যাপশহর

অ্যাম্বুল্যান্সে শুয়ে কোর্টে হাজির মা

ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে অ্যাম্বুল্যান্সে করে আদালতে গেলেন অশীতিপর অসুস্থ বৃদ্ধা৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে আলিপুর জাজেস কোর্টে৷

EiSamay.Com 30 Aug 2017, 8:19 am
এই সময়: ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে অ্যাম্বুল্যান্সে করে আদালতে গেলেন অশীতিপর অসুস্থ বৃদ্ধা৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে আলিপুর জাজেস কোর্টে৷ অভিযোগ জানানোর জন্য সারা দিন আদালত চত্বরে অ্যাম্বুল্যান্সে শুয়েই অপেক্ষা করেন তিনি৷ বৃদ্ধা এবং তাঁর পরিজনদের অভিযোগ , সম্পত্তি নিয়ে বিবাদের জন্য দীর্ঘ দিন ধরে বড় ছেলের সঙ্গে অশান্তি চলছে৷ সেই অশান্তিকে কেন্দ্র করে আদালতে মামলাও হয়েছে৷ অভিযোগ , তবু দমেননি বৃদ্ধার বড় ছেলে৷ তাঁর অত্যাচার বেড়েছে৷
EiSamay.Com haridevpur old woman appears before court against her sons torture
অ্যাম্বুল্যান্সে শুয়ে কোর্টে হাজির মা


হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোডের বাসিন্দা বছর আশির লক্ষ্মীরানি দাসের স্বামী জিতেন্দ্রনাথ দাস মারা যান বছর ছয়েক আগে৷ এর পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে অশান্তি শুরু হয় দাস পরিবারে৷ অভিযোগ , লক্ষ্মীরানির বড় ছেলে জীবন দাস বাবার মৃত্যুর পরে মাকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নেন৷ এর পরেই পৈতৃক সম্পত্তির অধিকার বুঝে নিতে ছোট ছেলে বাসুদেব এবং মেয়ে শিখা দাস আদালতের দ্বারস্থ হন বলে তাঁরা জানান৷ এই নিয়েও জীবন তাঁর মায়ের উপরে হম্বিতম্বি জারি রাখেন বলে অভিযোগ৷ এই সবের মধ্যেই বয়সজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন লক্ষ্মী৷ দিন পাঁচেক টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পরে সোমবার ছুটি হয় তাঁর৷ অভিযোগ , ওই রাতেও সম্পত্তির দখলদারি সংক্রান্ত বিষয় নিয়ে চড়াও হন জীবন৷ লক্ষ্মীর মেয়ে শিখার অভিযোগ , অসুস্থ মাকে তাঁর দাদা মারধর করেন৷ ভেঙে দেন মায়ের ওষুধের শিশিও৷ শিখা বলেন , ‘দাদা আমাকে এবং ভাইকে বরাবর মারধর করে৷ ওর নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি৷ এমনকী বৃদ্ধ অসুস্থ মাকেও সে নির্যাতনের হাত থেকে ছাড় দেয় না৷ ’এই দিন জীবনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন , ‘আইনজীবীর পরামর্শ ছাড়া আমি কোনও কথা বলব না৷ ’ হরিদেবপুর এলাকা সূত্রে খবর , জীবনদের বাড়িতে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ দীর্ঘ দিনের৷ এ নিয়ে ভাইবোনদের মধ্যে লাগাতার ঝগড়াও হয় বলে এলাকার বাসিন্দারা জানান৷

এ দিন লক্ষ্মীর পরিবার সূত্রে জানা যায় , হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন৷ উঠে দাঁড়াতেও পারেন না৷ কার্যত শুয়েই দিন কাটে তাঁর৷ অভিযোগ , মায়ের এই রকম অসুস্থতার কথা জেনেও সোমবার রাতে তাঁর উপরে সম্পত্তি নিয়ে চাপ দিতে লক্ষ্মীর ঘরে ঢুকে তাঁর জিনিসপত্র ভাঙচুর করেন জীবন৷ মঙ্গলবার বড় সন্তানের বিরুদ্ধে সেই অভিযোগ জানাতেই অ্যাম্বুল্যান্সে করে আলিপুরের জাজেস কোর্টে হাজির হয়েছিলেন৷ আদালত চত্বরে অ্যাম্বুল্যান্সে শুয়ে কাঁপা কাঁপা গলায় বলেন , ‘আমি খুব অসুস্থ৷ তবু ছেলের দাপট সইতে না -পেরে আদালতে এসেছি৷ ’এ দিন দুপুরে আদালত চত্বরেই দাঁড়িয়ে দাদার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন লক্ষ্মী৷ তিনি জানান , তাঁর দাদা জীবন বরাবর তাঁদের উপরে দাপট দেখাত৷ মারধর করত৷ বাবার মৃত্যুর পরে সেই দাপটের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যায়৷ ভাই , বোন-সহ এ বার মায়ের উপরেও অত্যাচার শুরু করেন জীবন৷ কেন আপনাদের সঙ্গে এই ধরনের আচরণ করেন আপনাদের দাদা ?

শিখার বক্তব্য , ‘মাকে চাপ দিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চায় দাদা৷ আমার তা করতে না -দেওয়ার জন্যই দাদার আমাদের উপরে রাগ৷ ’এ দিন হরিদেবপুরের ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূরকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , ‘এই রকম একটি বিষয় আমারও কানে এসেছে৷ বিস্তারিত খোঁজ নিয়ে অবশ্যই দেখব৷ অসহায় বৃদ্ধার উপরে নির্যাতন করার অভিযোগ যাঁর বিরুদ্ধে উঠেছে , তিনি যদি আমার ওয়ার্ডের বাসিন্দা হন তা হলে অবশ্যই তাঁকে বুঝিয়ে পথে আনার চেষ্টা করব৷ এই ধরনের কাজ কখনও সমর্থন করা যায় না৷ প্রয়োজন হলে বৃদ্ধার উপরে নির্যাতন বন্ধের জন্য পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাব৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল