অ্যাপশহর

বন্দুকবাজের পাল্লায় প্রতিবাদী

লক ডাউনের মাঝে রাতবিরেতে জোরে বক্স বাজিয়ে গান চালানোর প্রতিবাদ করায় হেনস্থা হতে হল কলকাতা হাইকোর্টের আইনজীবী ও তাঁর মনোবিদ স্ত্রীকে। তবে শুধু হেনস্থা করেই থেমে থাকেননি অভিযুক্ত।

EiSamay.Com 3 May 2020, 9:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লক ডাউনের মাঝে রাতবিরেতে জোরে বক্স বাজিয়ে গান চালানোর প্রতিবাদ করায় হেনস্থা হতে হল কলকাতা হাইকোর্টের আইনজীবী ও তাঁর মনোবিদ স্ত্রীকে। তবে শুধু হেনস্থা করেই থেমে থাকেননি অভিযুক্ত। প্রতিবাদীদের ভয় দেখাতে অভিযুক্ত ব্যক্তি তাঁদের বাড়ির সামনে দিয়ে বন্দুক নিয়েও ঘুরছে বলে অভিযোগ। ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযোগ জানানো হয়েছে কাঁথি থানা, এসডিপিও,
EiSamay.Com Gunman threatens man for protesting in kolkata
বন্দুক নিয়ে ঘুরছে অভিযুক্ত।

পূর্ব মেদিনীপুরের এসপি ও মুখ্যমন্ত্রীকে। থানার পুলিশ। আইনজীবী ডেভিড ফ্রান্সিস বলেন, ‘প্রতিবেশী জগদীশ গিরি জোরে গান বাজানোয় প্রতিবাদ করি। তার পর থেকেই আমাদের বাড়ির সামনে দোনলা বন্দুক নিয়ে ঘুরছে জগদীশ।’ ডেভিডের স্ত্রী অনুপমা গিরি বলেন, ‘আমরা প্রথমে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানাই। তাতে কাজ না হওয়ায় থানায় অভিযোগ করি। ২৮ এপ্রিল পুলিশ এসে তদন্ত করে যায়। কিন্তু তারপর থেকে আর কোনও পদক্ষেপ করেনি।’

কাঁথি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের পুরপিতা অতনু গিরি বলেন, ‘আমরা দু’পক্ষের মধ্যে মিটিংয়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারপরও তাঁরা থানায় গিয়ে এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছেন।’ এসডিপিও অভিষেক চক্রবর্তী বলেন, ‘অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল