অ্যাপশহর

আলোচনাই রাস্তা, শাসক-বিরোধীকে বার্তা উপ-রাষ্ট্রপতির

দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গুজরাটে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিতর্কের পক্ষে সওয়াল করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় এসে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও শাসক-বিরোধী দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়ে গেলেন।

EiSamay.Com 16 Feb 2020, 9:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গুজরাটে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিতর্কের পক্ষে সওয়াল করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় এসে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও শাসক-বিরোধী দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়ে গেলেন। বিরোধীদের প্রতিবাদের অধিকারের কথাও যেমন তিনি বলেছেন, তেমনই সেই প্রতিবাদ যেন হিংসাত্মক হয়ে না-ওঠে, সে বিষয়েও সতর্ক করেছেন নাইডু। তবে রোটারি ইন্ডিয়ার শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউ টাউনে এক অনুষ্ঠানে এসে তিনি এদিন বারবারই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন।
EiSamay.Com Govt and opposition should talk to each other, said Vice President Venkaiya Naidu
বেঙ্কাইয়া নাইডু।


২০১৯-এ দ্বিতীয় দফায় কেন্দ্রের ক্ষমতা দখলের পর থেকেই বিজেপির বিরুদ্ধে 'স্বেচ্ছাচারিতা'র অভিযোগ আরও জোরালো হয়েছে বিরোধীদের মুখে। সংবিধানের ৩৭০ ধারার বিলোপ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করানো- সব ক্ষেত্রেই বিরোধীরা সংসদে নাম-কে-ওয়াস্তে আলোচনার অভিযোগ তুলেছে দেশের শাসকদলের বিরুদ্ধে। এমনকী, ৩৭০ ধারা বিলোপের আগে নিয়ম মেনে কাশ্মীর বিধানসভায় এই বিষয় কোনও প্রস্তাব পাশ করানো হয়নি বলেও অভিযোগ। কেন্দ্রের এই আলোচনায় অনীহা নিয়ে সরব দেশের বহু বিশিষ্ট মানুষ। সিএএ নিয়ে সরাসরি একটি শব্দ উল্লেখ না-করেও নাইডু এদিন বুঝিয়ে দিয়েছেন, আলোচনার মাধ্যমেই সাম্প্রতিক বিতর্কের অবসান চান তিনিও। বেঙ্কাইয়া এ কথা বললেও ঘটনা হল, এদিনই বারাণসী এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জানিয়ে দিয়েছেন, সিএএ ও ৩৭০ ধারা নিয়ে পিছু হঠার কোনও প্রশ্নই নেই।

এদিন বেঙ্কাইয়া বলেন, 'গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। আলোচনা করো, বিতর্ক করো এবং সিদ্ধান্ত নাও।' রাজনৈতিক মহলের ব্যাখ্যা, উপ-রাষ্ট্রপতির চেয়ারে বসে বেঙ্কাইয়ার পক্ষে সরাসরি কোনও রাজনৈতিক কথা বলা সম্ভব নয়। কিন্তু আলোচনা এবং বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে তিনি বুঝিয়ে দিয়েছেন, বিতর্কিত বিষয়গুলি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। তবে সিএএ নিয়ে বিরোধীদের একাংশের হিংসাত্মক আন্দোলনও যে সমর্থন করা যায় না, সেই বার্তাও দিয়েছেন উপ-রাষ্ট্রপতি। বলেছেন, 'বিরোধীরা প্রতিবাদ করতেই পারে, কিন্তু আইনসভাতেই তাঁর নিষ্পত্তি করতে হবে। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই।'

সিএএ এবং এনআরসি ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বিভিন্ন রাজ্যে চলছে কেন্দ্রের এই নয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ। বিজেপি-বিরোধী শিবির থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শুধু সিএএ-বিরোধী আন্দোলনে সবাই ব্যস্ত হয়ে পড়ায় দেশের অন্যান্য সমস্যাগুলি 'ফোকাস' হারাচ্ছে। এদিন নাইডুও দেশের সে রকম কয়েকটির সমস্যার কথা উল্লেখ করে তার উপর আলোকপাত করার কথা বলেছেন। নাইডুর কথায়, 'নানা বিষয়ে ভারত খুবই অগ্রগতি করেছে। কিন্তু তার পরেও ১৮-২০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করছেন। এই সব বিষয় আমাদের আলোকপাত করতে হবে। এটাই চ্যালেঞ্জ।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল