অ্যাপশহর

তৃণমূলে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো, সঙ্গে আরও ৭

তৃণমূলে গোয়ার সাতবারের বিধায়ক Luizinho Faleiro... সঙ্গে গোয়ার সাত তৃণমূল নেতা। এখানেই শেষ নয়, গোয়াতে আরও বিস্তৃত হতে চলেছে ঘাসফুলের পরিবার, তার ইঙ্গিত দিলে সৌগত রায়...

EiSamay.Com 29 Sep 2021, 5:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জল্পনা মতোই তৃণমূলের গোয়ার ২ বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। প্রাক্তন কংগ্রেস বিধায়ক একাই নন। তার সঙ্গে বুধবার তৃণমূলে যোগ দিলেন আরও ৭ কংগ্রেস নেতা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এদিন দুপুরে জোড়াফুলে যোগ দিলেন গোয়ার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় জোড়াফুলের সংগঠন যে আরও বিস্তৃত হতে চলেছে তা এদিনের বৈঠক থেকেই জানিয়ে দিলেন সাংসদ সৌগত রায়। তিনি বলেন, গোয়ায় আরও বেশ কয়েকজন জনপ্রিয় নেতা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।
EiSamay.Com Luizinho Faleiro



৪০ বছরেরও বেশি সময় কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন প্রবীণ রাজনীতিবিদ Luizinho Faleiro। গোয়ার নাভেলিম কেন্দ্র থেকে সাত বার জিতে বিধায়ক হয়েছেন তিনি। দুবার মুখ্যমন্ত্রীও হয়েছেন এই কংগ্রসি নেতা । পাশাপাশি ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। এর আগে অন্য রাজ্যে কংগ্রেসের সংগঠন মজবুত করতে বড়সড় ভূমিকা ছিল ফালেইরো-এর। এদিন তৃণমূলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফালেইরো বলেন, '৪০ বছর ধরে একটা দল করার পর আজ ছেড়ে দিদির সঙ্গে রাজনৈতিক কেরিয়ারে নতুন যাত্রা শুরু করার একটাই কারণ। গোয়ার এখন যোগ্য, সুদক্ষ বিকল্প দরকার। গোয়ার অস্তিত্ব, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে আমিই দিদিকে (Mamata Banerjee) ওখানে আসতে অনুরোধ করেছি।' একইসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস আর আগের মতো নেই। কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমি চাই কংগ্রেসি পরিবার একত্রিত হোক। নিজের কংগ্রেসি আদর্শ নিয়েই কাজ করতে পারব বলে এখানে এসেছি।'

২০২৪ রাজধানী দখলের নীল নকশা তৈরিতেই কোমর বেঁধে নেমেছে ঘাসফুল হাইকম্যান্ড। দিল্লিকে সামনে রেখেই অন্যান্য রাজ্যে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার লক্ষ্য। আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট। গোয়া বিধানসভা দখলই এখন পাখির চোখ তৃণমূলের। কংগ্রেস ভেঙেই গোয়া উপকূলে ঘাসফুলের বিস্তারে কোমরবেঁধে নেমেছে তৃণমূল। দায়িত্বে আছেন সুখেন্দুশেখর রায়, মনোজ তিওয়ারি, ডেরেক ও'ব্রায়েন।

ইতিমধ্যেই গোয়া জুড়ে হোর্ডিংয়ে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। রাস্তায় ছেড়ে তৃণমূলের পতাকা। গোয়ানিজ ভাষায় লেখা শ্লোগান। পানাজির গোয়া এয়ারপোর্ট এলাকাতে দেখা গেল রাস্তার ডিভাইডারে জোড়াফুল পতাকার সমাহার গোয়াতে ঘাসফুলের লোগো এবং স্লোগান আগেই প্রকাশিত। গোয়া তৃণমূলের জন্য আলাদা টুইটার হ্যান্ডেলও ইতিমধ্যেই খোলা হয়েছে। তাতে বলা হয়, 'বিশ্বাসযোগ্যতাই আমাদের নেতা বাছাইয়ের মানদণ্ড। রাজ্যের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন এমন নেতাই বেছে নেব।' জোরকদমে গোয়ায় যে সংগঠন মজবুতিকরণের জন্য কর্মী নিযুক্তির কাজ চলছে তা এতেই স্পষ্ট।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল