অ্যাপশহর

পথে নামুন, শিল্পপতিদের ডাক মমতার

নারদ স্টিংয়ের অভিঘাতে ঝড় উঠেছে তৃণমূলের অন্দরে৷ ঘাড়ের উপরে নিশ্বাস ফেলছে সিবিআই৷ গ্রেপ্তারের আশঙ্কায় দিন গুনছেন দলের অনেক নেতা-মন্ত্রী৷

EiSamay.Com 25 Mar 2017, 9:40 am
এই সময় : নারদ স্টিংয়ের অভিঘাতে ঝড় উঠেছে তৃণমূলের অন্দরে৷ ঘাড়ের উপরে নিশ্বাস ফেলছে সিবিআই৷ গ্রেপ্তারের আশঙ্কায় দিন গুনছেন দলের অনেক নেতা-মন্ত্রী৷ এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে অনেকেই চাইছেন , কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তা থেকে সরে আসুক দল৷ কিন্ত্ত সেই পরামর্শ উড়িয়ে মোদী বিরোধিতায় অবিচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী এই লড়াইয়ের শরিক হওয়ার জন্য নজিরবিহীন ভাবে শিল্পপতিদেরও রাস্তায় নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী৷
EiSamay.Com get off the road mamata says industrialists
পথে নামুন, শিল্পপতিদের ডাক মমতার


শুক্রবার দুপুরে বেহালার শীলপাড়ায় ধানুকা শিল্পগোষ্ঠীর উদ্যোগে নির্মিত গার্লস হস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন , ‘আমাদের পার্টির সবাইকে জেলে পাঠিয়ে দিক৷ এক দলকে পাঠাবে আর এক দলকে আমি তৈরি করব৷ আমাদের একটা ভাঙলে আমি লক্ষ জন্ম দিই৷ ’ এর পরেই কেন্দ্রের অন্যায়ের বিরুদ্ধে শিল্পপতিদেরও একজোট হয়ে রাস্তায় নামার পরামর্শ দেন তিনি৷ মমতা বলেন , ‘আপনারা অ্যাসোচেম করেছেন , বেঙ্গল চেম্বার অফ কমার্সের মতো সংগঠন করেছেন৷ কিন্ত্ত এক জন যখন বিপদে পড়েন , তখন বাকিরা তাঁর পাশে গিয়ে দাঁড়ান না৷ ’ মুখ্যমন্ত্রীর উপদেশ , ‘ছোটরা মিলে টিম তৈরি করুন৷ এক জনকে আঘাত করলে ৫০ জন মিলে রাস্তায় নামুন৷ বাড়ির মেয়েদেরও নামান৷ ’সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর বার্তা, ‘নির্ভয়ে কাজ করুন৷

আপনারা করদাতা৷ ভয়ের কী আছে ?’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পমহলে৷ মুখ্যমন্ত্রী কেন শিল্পপতিদের রাস্তায় নামতে বলছেন , ভেবে উঠতে পারছেন না বহু শিল্পকর্তাও৷ নোট বাতিলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন৷ বলেন , ‘আপনারা শিল্পপতিরা বলুন তো , ডিমানিটাইজেশনে আপনাদের ক্ষতি হয়েছে কি না ? যারা বলতে পারবেন না , মনে মনে ভাবুন৷ হয়েছে কি হয়নি , নিজের মনে ভাবুন৷ ’ বাম আমলের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন , আগে একটা ফাইল ক্লিয়ার করতে বছর গড়িয়ে যেত৷ একটা দমকল কেন্দ্র করতে পলিটব্যুরো বসত৷ সেটা সম্পূর্ণ করতে দশ বছর লেগে যেত৷ এখন রাজ্য মন্ত্রিসভার পরিকাঠামো বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর বৈঠকেই সেটা চুড়ান্ত হয়ে যায়৷

মমতা বলেন , ‘আমার পার্টি নিয়ে আমি খুবই গর্বিত৷ আমাকে কোনও ফাইল পার্টি অফিসে পাঠাতে হয় না৷ ’ বর্তমান সরকারের আমলে রাজ্যে শিল্প হচ্ছে না বলে বিরোধীরা সরব হলেও মুখ্যমন্ত্রীর জবাব , এখন শুধু কংক্রিটের শিল্পই শিল্প নয়৷ আগে যেখানে বড় বড় শিল্প -কারখানা হত , এখন ছোট ছোট হয়৷ একটা ইন্ডাস্ট্রির জায়গায় বিশটা হচ্ছে৷ প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং গতি বা .ডতেই শিল্পের পরিবেশ ফিরে এসেছে৷ স্বাস্থ্য বিলের কথা তুলে ধরে মমতা বলেন , শিল্পপতিরা কোটি কোটি টাকা রোজগার করেন৷ তা থেকে সামান্য কিছু টাকা সরিয়ে তাঁরা যদি সামাজিক কল্যাণে (সিএসআর ) গরিব মানুষের জন্য কিছু করেন , তা হলে সমাজ চিরদিন মনে রাখবে৷ সরকারের সাফল্য তুলে ধরতে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান , রাজারহাটে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে৷ আগামী বছর সেখানেই বিশ্ববাণিজ্য সম্মেলন হবে৷ রাজ্যে একাধিক মেট্রো প্রকল্প চালু করার পিছনেও যে তাঁরই প্রধান ভূমিকা , সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মমতা৷ মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে মমতা জানান , মেট্রোর কাজ শেষ হলেই বেহালার ডায়মন্ড হারবার রোডের দু’পাশের ফুটপাথ সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে৷ লাইটিং ম্যানেজমেন্টে কলকাতা প্রথম স্থান অধিকার করেছে৷

এ দিন হস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে বেহালায় শাসকদলের আর এক বিধায়ক -মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও আমন্ত্রিত ছিলেন৷ তবে তিনি হাজির হননি৷ উদ্যোক্তাদের তরফে জানানো হয় , আন্তর্জাতিক মানের হস্টেলে ৪০০ জনের থাকার ব্যবস্থা হবে৷ মাসে খরচ হবে মাত্র ৬ হাজার টাকা৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল