অ্যাপশহর

বুদ্ধদেবের কোভিড টেস্ট নেগেটিভ, শ্বাসকষ্ট থাকায় আছেন ভেন্টিলেশনে

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছেন। চিকিত্‍‌সায় সাড়া দিচ্ছেন। শ্বাসকষ্টের কারণে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। তাঁকে দেখতে হাসাপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

EiSamay.Com 9 Dec 2020, 11:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বেগের মধ্যে একটাই স্বস্তির খবর, তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার বেলায় তাঁকে উডল্যান্ডে ভর্তির সময়ই একাধিক টেস্ট করানো হয়। করোনা সংক্রমণ হয়েছে কি না, নিশ্চিত হতে তার মধ্যে আরটি-পিসিআর টেস্টও ছিল। হাসপাতালের তরফে বিকেলে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ। তাঁকে বর্তমানে নন ইনভেনসিভ ভেন্টিলেশনে (BIPAP) রাখতে হয়েছে। তাতেও রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫% হয়েছে গত ২ ঘণ্টায়। চিকিত্‍‌সকদের মতে, তিনি সংকটজনক হলেও স্থিতিশীল। পালস রেট ও রক্তচাপ স্থিতিশীল। চিকিত্‍‌সাতেও সাড়া দিচ্ছেন।
EiSamay.Com Buddhadeb Bhattacharya Health Updates
চিকিত্‍‌সায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব...


এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। মমতা লিখেছেন, 'বুদ্ধবাবুর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। শ্বাসের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যতই দূরত্ব থাক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে চলেছেন। তিন বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্‍‌সায় কোনও রকম সরকারি সাহায্যের প্রয়োজন হলে, তাঁকে জানাতেও বলেছিলেন মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাসও। কিন্তু, বুদ্ধদেব সরকারি সাহায্য নিতে রাজি হননি।

বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা নতুন নয়। গত ১৫ বছর ধরে বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডি-র সমস্যা রয়েছে। যে কারণে দীর্ঘ দিন ধরেই তাঁকে অক্সিজেনের সাপোর্ট নিয়ে থাকতে হয়। বাড়িতে সারাক্ষণই একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল লাগানো থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।


আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি উডল্যান্ডে

পরিবার সূত্রে খবর, এদিন সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা প্রবল বাড়ায়, বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এদিন বুদ্ধদেবের শরীরে অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৭০ এর নীচে নেমে যায়। তাঁর স্বাস্থ্যের অবনতি দেখে, চিকিত্‍সকেরা বাড়িতে রাখার ঝুঁকি নেননি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। বেলা আড়াইটে নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ফ্লু ক্লিনিকে তাঁর চিকিত্‍সা চলছে।

আরও পড়ুন: আরও পড়ুন: বাড়ি-বাড়ি কোভিড ভ্যাক্সিন পৌঁছতে CO-WIN মোবাইল অ্যাপ নিয়ে আসছে কেন্দ্র!

বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে ববি...


গত বছরও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। যদিও দিন পাঁচেক থাকার পর এক প্রকার জোর করেই বাড়ি ফেরেন তিনি। তার পর থেকে পাঁচ জন চিকিত্‍সকের পর্যবেক্ষণে বাড়িতেই তাঁকে রাখার বন্দোবস্ত হয়। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোনও দিনই বেশি দিন হাসপতালে থাকতে চান না বুদ্ধদেব। কারণ, তাঁর জন্য দলের বেশি টাকা খরচ হোক তিনি তা চান না। একসময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি বেশি দিন হাসপাতালে থাকলে বাকি রোগীদের সমস্যা হতে পারে। এটা তিনি মেনে নিতে পারেন না। তাই আগের বার সামান্য সুস্থ হয়ে রীতিমতো মুচলেকা দিয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছিলেন।

বুদ্ধদেবের অসুস্থতার খবর শুনে এদিন বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মমতা সরকারর মন্ত্রী ফিরহাদ হাকিম। চিকিত্‍‌সকদের সঙ্গে কথা বলে তাঁর অসুস্থতার খোঁজখবর নেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল