অ্যাপশহর

অ্যাপে সুগার-প্রেশার মাপা যায় না, ফাঁদেই পড়তে হয়

করোনা-সতর্কতার কারণে ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা শরীরে অক্সিজেনের মাত্রা মাপতে অনেকেই ইদানীং ব্যবহার করছেন বিভিন্ন মোবাইল অ্যাপ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্লাড সুগার মাপার জন্য যখন ওই যুবক নিজের হাতের স্পর্শ ফোনে দিয়েছিলেন, তখনই তার ফোনে থাকা যাবতীয় ডেটা প্রতারক-চক্রটি হাতিয়ে নেয়।

EiSamay 10 Aug 2020, 9:52 am

হাইলাইটস

  • বাঙুরের বাসিন্দা এক যুবক ব্লাড সুগার মাপার জন্য স্মার্ট ফোনের প্লে স্টোর থেকে সম্প্রতি সুগার মাপার অ্যাপ ডাউনলোড করেছিলেন।
  • সেখানে সুগার মাপা শেষ না-হতেই তাঁর কাছে ফোন আসে, 'মোবাইলে আপনার ব্যক্তিগত মুহূর্তের যে ছবি আছে, তা এখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে!
EiSamay.Com blood pressure and sugar app
অ্যাপ
শ্যামগোপাল রায়
করোনা-সতর্কতার কারণে ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা শরীরে অক্সিজেনের মাত্রা মাপতে অনেকেই ইদানীং ব্যবহার করছেন বিভিন্ন মোবাইল অ্যাপ। কোভিডের এই পরিস্থিতিতে স্বভাবতই এমন অ্যাপের ব্যবহার বহু গুণ বেড়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাপে কাজের কাজ তো কিছুই হয় না, উল্টে প্রথাগত পদ্ধতিতে ওই সব পরীক্ষা করানোর খরচ বাঁচাতে যিনি এই অ্যাপ ডাউনলোড করবেন বা করেছেন, তাঁর পথে বসার আশঙ্কাও প্রবল!

ইতিমধ্যেই এই ব্যাপারে আমজনতাকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় প্রচারও শুরু করেছে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সূত্রের খবর, এই নিয়ে এলাকায় মাইকে প্রচারও শুরু হবে কয়েক দিনের মধ্যে। নাগরিকদের উদ্দেশে পুলিশের অনুরোধ, এই জাতীয় অ্যাপ একেবারেই নিরাপদ নয়, এই অ্যাপে প্রতারিত হওয়ার বিস্তর আশঙ্কা। তাই, এই জাতীয় অ্যাপ ডাউনলোড না-করাই শ্রেয় বলে প্রচার করছে পুলিশ।

বাঙুরের বাসিন্দা এক যুবক ব্লাড সুগার মাপার জন্য স্মার্ট ফোনের প্লে স্টোর থেকে সম্প্রতি সুগার মাপার অ্যাপ ডাউনলোড করেছিলেন। সেখানে সুগার মাপা শেষ না-হতেই তাঁর কাছে ফোন আসে, 'মোবাইলে আপনার ব্যক্তিগত মুহূর্তের যে ছবি আছে, তা এখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে! যদি তা আটকাতে চান, তা হলে ২৫ হাজার টাকা আমাদের অ্যাকাউন্ট নম্বরে পাঠান।' এর পরেই গোটা ঘটনা পুলিশকে জানান ওই ব্যক্তি।

আরও পড়ুন: ৬০-এর নীচে মৃত্যু নেহাত কম নয় রাজ্যে

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্লাড সুগার মাপার জন্য যখন ওই যুবক নিজের হাতের স্পর্শ ফোনে দিয়েছিলেন, তখনই তার ফোনে থাকা যাবতীয় ডেটা প্রতারক-চক্রটি হাতিয়ে নেয়।

বিধাননগর সাইবার ক্রাইম থানার এক অফিসার বলছেন, 'ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা অক্সিজেন মাপার জন্য যে সব মোবাইল অ্যাপ রয়েছে, সেগুলি ব্যবহার করতে গেলেই বলা হয়, হাত বা আঙুলের স্পর্শ লাগবে। যিনি ওই অ্যাপ ব্যবহার করছেন, অনেক ক্ষেত্রে তাঁর ফোনের লোকেশন এবং গ্যালারি অ্যাকসেস করার অনুমতিও চাওয়া হয় সেই অ্যাপের তরফে। অনুমতি দিলে তবেই ব্লাড সুগার বা অক্সিজেনের মাত্রা মাপা যায়। বিনামূল্যে পরিষেবা পাবেন, এই ভেবে অনেকে সে সব দিয়েও দেন। এবং তখনই সর্বনাশ হয়।' মোবাইলে থাকা যাবতীয় তথ্য মুহূর্তে প্রতারকদের হাতে চলে যায়।

সাইবার ক্রাইম বিশেষজ্ঞ-আইনজীবী রাজর্ষি রায়চৌধুরী বলছেন, 'মোবাইল একবার হ্যাক করতে পারলে শুধু ছবি বা ভিডিয়ো নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া, সব কিছুর নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকের হাতে।' বক্ষরোগ বিশেষজ্ঞ অংশুমান মুখোপাধ্যায়ের বক্তব্য, 'মোবাইল অ্যাপ দিয়ে কখনও ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা শরীরে অক্সিজেনের মাত্রা জানা সম্ভব নয়। এ ভাবে জানতে গেলে হিতে বিপরীত হতে পারে।' ওই চিকিৎসকের পরামর্শ, 'হয় চিকিৎসকের কাছে যান, না-হয় আলাদা আলাদা মেশিন কিনুন।' তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তথা ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং-এর অধিকর্তা সন্দীপ সেনগুপ্তর কথায়, 'এই জাতীয় অ্যাপ নামানোর সময়ে রিভিউতে গেলে স্পষ্ট দেখতে পাওয়া যায় যে, এই অ্যাপ কোনও কাজের নয়। সে কথা অনেকেই লিখেছেন। তবে অনেকে সে সব দেখেন না। যার মাশুল তাঁদের পরে গুনতে হয়।'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল