অ্যাপশহর

যশোহর রোডে ফের গাছ কাটার অভিযোগ

রবিবার সকাল থেকে দত্তপুকুরে যশোহর রোডের ধারে কিছু গাছের ডাল কাটা শুরু হয়। বলা হয়েছিল শুকনো গাছে ডাল বিপজ্জনক ভাবে ঝুলছে। সেগুলি না কাটলে যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে।

EiSamay.Com 1 Jul 2019, 11:22 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও রবিবার দত্তপুকুরে যশোহর রোডের ধার বরাবর কয়েকটি গাছ কাটার অভিযোগ উঠল। গাছ কাটার খবর পেয়ে রবিবার সকালে যশোহর রোড গাছ বাঁচাও কমিটির সদস্যরা দত্তপুকুরের নরসিংহপুরে হাজির হলে পালিয়ে যায় অভিযুক্তরা। রাস্তায় ফেলে যায় কাটা গাছের ডাল।
EiSamay.Com felling of trees on jessore road
ফের গাছ কাটার অভিযোগ


রবিবার সকাল থেকে দত্তপুকুরে যশোহর রোডের ধারে কিছু গাছের ডাল কাটা শুরু হয়। বলা হয়েছিল শুকনো গাছে ডাল বিপজ্জনক ভাবে ঝুলছে। সেগুলি না কাটলে যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেন, শুকনো ডাল কাটার নামে সতেজ ডালও কাটা হচ্ছে। তাঁদের মধ্যে কেউ গাছ বাঁচাও কমিটিকে খবর দেয়। গাছ বাঁচাও কমিটির সদস্য সুরজিৎ দাস বলেন, ‘সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। তারপরেও শুকনো ডাল কাটার অজুহাতে শতাব্দী প্রাচীন গাছের সতেজ বড় বড় ডাল কাটা হচ্ছিল। আমরা আসতেই সবাই পালিয়েছে’। গাছ বাঁচাও কমটির সদস্যরা এরপর দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল