অ্যাপশহর

মুসার জন্য কলকাতায় নামল FBI-ও!

এর আগে অগাস্টেই মুসাকে জেরা করতে কলকাতায় আসেন বাংলাদেশ পুলিশের আধিকারিকরা।

EiSamay.Com 8 Dec 2016, 7:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ISIS জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া মহম্মদ মুসাউদ্দিন ওরফে মুসাকে জেরা করতে আজ শহরে এল FBI-এর সাত সদস্যের একটি দল। আজ দুপুরে NIA-এর অফিসে হাজিন হন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI-এর গোয়েন্দারা।
EiSamay.Com fbi team arrives in kolkata to interrogate musa
মুসার জন্য কলকাতায় নামল FBI-ও!


এর আগে অগাস্টেই মুসাকে জেরা করতে কলকাতায় আসেন বাংলাদেশ পুলিশের আধিকারিকরা। বর্ধমান স্টেশন থেকে জুলাইয়ে গ্রেপ্তার হওয়া মুসার সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদিন বা JMB-র চাঁই মহম্মদ সুলেমান-এর সম্পর্ক নিয়ে নিশ্চিত বাংলাদেশের পুলিশ। এবার মুসাকে জেরা করতে চায় মার্কিন গোয়েন্দারা।

ISIS-এর হয়ে সদস্য নিয়োগের অভিযোগে গত জুলাইয়ে মুসাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে বহু তথ্য ইতিমধ্যেই পেয়েছে NIA-র গোয়েন্দারা। উঠে এসেছে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে তার সম্পর্ক। ISI-কে তথ্য পাচারের অভিযোগে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের যে দুই কর্মীকে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের সঙ্গেও যোগাযোগের কথা জেরায় স্বীকার করেছে মুসা। তামিলনাড়ুর ত্রিপ্পুরে মুসার ঠিকানা থেকে উদ্ধার হওয়া ল্যাপটপেও বেশ কিছু এনক্রিপ্টেড ফাইল পাওয়া গেছে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে।

মুসাকে জেরা করে গোয়েন্দারা আরও জানতে পেরেছে, সিরিয়ার বেশ কয়েকজন ISIS নেতাদের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখত মুসা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল