অ্যাপশহর

সমাহিত সোনিকা, বিক্রমের নামে গাফিলতির অভিযোগ

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার তদন্তভার গেল টালিগঞ্জ থানার হাতে৷

EiSamay.Com 3 May 2017, 10:27 am
এই সময়: অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার তদন্তভার গেল টালিগঞ্জ থানার হাতে৷ লালবাজার সূত্রের খবর, গত শনিবার ভোরে লেক মলের কাছে বেপরোয়া ভাবে যাওয়ার সময়ে রাস্তার ধারে একটি বেদিতে ধাক্কা মারে বিক্রমের গাড়ি৷ গাড়ির সামনের সিটে বসে থাকা সহযাত্রী সোনিকা সিং চৌহানের মৃত্যু হয়৷ এই ঘটনায় আগেই কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেটাল স্কোয়াড বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও গাফিলতিতে মৃত্যু ঘটানোর মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল৷
EiSamay.Com family and friends will recall sonika at middleton road church at park street church
সমাহিত সোনিকা, বিক্রমের নামে গাফিলতির অভিযোগ


রবিবার সোনিকার পরিবারের তরফে বিক্রমের বিরুদ্ধে আরও একটি গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে৷ লালবাজারের এক কর্তা মঙ্গলবার জানান, ডিসি-কে (সাউথ) ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে৷ টালিগঞ্জ থানাই দু’টি অভিযোগের তদন্ত করবে৷ ফরেন্সিক রিপোর্ট, ঘটনাস্থলে উদ্ধারকারীদের বয়ানের সূত্র ধরে তদন্ত চালাবে পুলিশ৷ পাশাপাশি বিক্রমের বক্তব্যও খতিয়ে দেখা হবে৷ প্রয়োজনে মামলায় যে ধারা প্রয়োগ করা হয়েছে, তা সংশোধনের জন্যও আদালতে আবেদন করা হতে পারে৷ বিক্রম অবশ্য এখনও হাসপাতালে চিকিত্সাধীন৷

এরই মধ্যে মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হল পথ দুর্ঘটনায় মৃত মডেল, অভিনেত্রী সোনিকা সিং চৌহানের৷ দুপুরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিট সংলগ্ন মিডলটন রোডের একটি গির্জায়৷ সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী৷ সোনিকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রার্থনাসভাও হয়৷ সভাটি পরিচালনা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ শুরুতে ডেরেক সোনিকার পরিবারের তরফে বলেন, তাঁর অভিভাবকেরা জানিয়েছেন, সারা জীবন তাঁদের মেয়ে নিজের ইচ্ছাতেই চলেছে৷ অভিনেতা সাহেব ভট্টাচার্য জানান, সোনিকা তাঁর কাছে ভালো বন্ধু হিসেবে সারা জীবন বেঁচে থাকবেন৷ প্রার্থনাসভা শেষে এজেসি বোস রোডে মল্লিকবাজারের সমাধিস্থলে সোনিকার দেহ সমাহিত করা হয়৷

তদন্তের ক্ষেত্রে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ফেটাল স্কোয়াডের কাছ থেকে নথিপত্র টালিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ফরেন্সিক বিভাগের আধিকারিকরাও গাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করেছেন৷ যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করেছেন তদন্তকারীরা৷ সেই রিপোর্টের ভিত্তিতে গাড়ি প্রস্ত্ততকারী সংস্থার সঙ্গেও তাঁরা কথা বলতে পারেন৷ কারণ, এই দুর্ঘটনায় গাড়ির এয়ারব্যাগ না-খোলা নিয়ে এখনও তদন্তকারীরা ধন্দে রয়েছেন৷ জখম অভিনেতার পরিবারের তরফে অবশ্য আগেই গাড়ি সংস্থার বিরুদ্ধে আদালতে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল