অ্যাপশহর

এখন অনেকটাই সুস্থ সোমনাথ চট্টোপাধ্যায়

শারীরিক অসুস্থতার কারণে তিনি বেলভিউতে ভর্তি রয়েছেন।

EiSamay.Com 28 Jun 2018, 9:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভার প্রাক্তন স্পিকার, বর্ষীয়ান নেতা সোমনাথ চট্টোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বেলভিউতে ভর্তি রয়েছেন। বেসরকারি ওই হাসপাতালের একটি সূত্র জানাচ্ছে, সোমনাথ চট্টোপাধ্যায়ের অবস্থা এখন স্থিতিশীল।
EiSamay.Com somnath-chatterjee F


হাসপাতালের এক সিনিয়র এগজিকিউটিভ বৃহস্পতিবার জানান, পরিবারের আপত্তি থাকায় বিশদ কিছু জানানো যাবে না। তবে, সোমনাথবাবু এখনও আইসিইউতে রয়েছেন। ক্রমশ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। অবস্থা এখন স্থিতিশীল।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত সোমবার বেলভিউতে ভর্তি করতে হয় সোমনাথ চট্টোপাধ্যায়কে। সেখানে চিকিত্‍‌সা চলাকালীনই বুধবার হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হন। ডাক্তাররা গতকাল জানিয়েছিলেন, তাঁর অবস্থা সংকটজনক।

জানা গিয়েছে, মস্তিষ্কে সামন্য একটা ক্লট ধরা পড়েছে। রোগীর বয়স ৮৯ হওয়ার কারণেই ডাক্তাররা দুশ্চিন্তায় ছিলেন। ২০১৪ সালেও একবার মাইল্ড সেরিব্রাল স্ট্রোক হয়েছিল এই প্রবীণ নেতার।

পরের খবর