অ্যাপশহর

স্মার্টফোনে আসক্তি? ছাদ থেকে পড়ে মৃত সাউথ পয়েন্টের ছাত্রী

দেহের পাশেই মেলে ভেঙে যাওয়া মোবাইলটি।

EiSamay.Com 25 Oct 2016, 9:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তীব্র আসক্তিই কি অকালে প্রাণ কাড়ল শহরের এক স্কুলছাত্রীর? মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার নেতাজিনগরে বহুতল বাড়ির ছাদ থেকে পড়ে অনুষ্কা মণ্ডল নামে সাউথ পয়েন্ট স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন।
EiSamay.Com engrossed into smartphone kolkata student falls from roof dies
স্মার্টফোনে আসক্তি? ছাদ থেকে পড়ে মৃত সাউথ পয়েন্টের ছাত্রী


এদিন সকাল পৌনে সাতটা নাগাদ নেতাজিনগরের নারকেলবাগান এলাকায় একটি চারতলা বিল্ডিংয়ের পাঁচিল লাগোয়া রাস্তা থেকে উদ্ধার হয় অনুষ্কার (১৬) দেহ। দেহের পাশেই মেলে ভেঙে যাওয়া মোবাইলটি।

সাউথ পয়েন্ট স্কুলের ওই ছাত্রীর মা পুলিশকে জানিয়েছেন, তাঁর মেয়ের মোবাইলের প্রতি তীব্র আসক্তি ছিল। সারাদিনই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকত। তাই পুলিশের প্রাথমিক অনুমান, সোশ্যাল মিডিয়ায় আসক্তির জেরে অন্যমনস্ক হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সম্ভবত ছাদের পাঁচিলে পা ঝুলিয়ে বসে ফেসবুকে মত্ত ছিল ওই ছাত্রী। তবে আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না নেতাজিনগর থানার পুলিশ। চলছে তদন্ত।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল