অ্যাপশহর

'সমব্যথী'কে ছাড় নির্বাচন কমিশনের

ভোটের বিধিতে এই প্রকল্প চালু রাখা নিয়ে আইনি জটিলতা শুরু হয়। একই ভাবে, রাজ্য সরকারের সামাজিক প্রকল্প 'রূপশ্রী' ও 'কৃষকবন্ধু' প্রকল্প কার্যকর করা যাচ্ছে না।

EiSamay.Com 20 Mar 2019, 3:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটবিধির গেরোয় আটকে পড়া সামাজিক প্রকল্প 'সমব্যথী' চালু রাখতে নির্বাচন কমিশনের ছাড়পত্র পেল রাজ্য সরকার। দুঃস্থ মানুষ বা তাঁদের পরিবারের সদস্য মারা গেলে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার শ্মশানের খরচ হিসেবে ২ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে। কমিশনের ছাড়পত্র মেলায় সমব্যথী চালু রাখার ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না।
EiSamay.Com 514171509
প্রতীকী ছবি


ভোটের বিধিতে এই প্রকল্প চালু রাখা নিয়ে আইনি জটিলতা শুরু হয়। একই ভাবে, রাজ্য সরকারের সামাজিক প্রকল্প 'রূপশ্রী' ও 'কৃষকবন্ধু' প্রকল্প কার্যকর করা যাচ্ছে না। এই প্রকল্পগুলি চালু রাখার জন্য রাজ্য সরকার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানিয়েছিল। আধিকারিক এ ব্যাপারে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। কমিশনই এ ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। তবে বাকি সামাজিক প্রকল্পগুলির ছাড়পত্র এখনও আসেনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল