অ্যাপশহর

পুরোহিত ভাতা চালু রাজ্যে, প্রথমে পাবেন ৮ হাজার জন

সাংবাদিক বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দেন, পুরোহিত ভাতার অক্টোবর ও নভেম্বর মাসের টাকা যেন ছেড়ে দেওয়া হয়, পরে তাঁদের বাংলা আবাস যোজনায় ঘর দেওয়া হবে।

Ei Samay 15 Sep 2020, 9:18 am
এই সময়: এ বার পুরোহিত ভাতা চালু করল রাজ্য সরকার। ভাতা মাসে এক হাজার টাকা। একই সঙ্গে ওই দুঃস্থ পুরোহিতদের বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। পুজোর মাস, অক্টোবর থেকে মিলবে এই ভাতা। প্রাথমিক ভাবে ৮ হাজার পুরোহিতকে ভাতা দেওয়া হবে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগেই রাজ্য সরকার ইমাম ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা চালু করেছিল ওয়াকফ বোর্ডের মাধ্যমে।
EiSamay.Com edited new: in the state where priest allowance is introduced, first 6 thousand people will get it
পুরোহিত ভাতা দেবেন মুখ্যমন্ত্রী


রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট। এই পটভূমিকায়, কোনও বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত করা হচ্ছে, এমন অভিযোগের আঙুল যাতে কেউ তুলতে না-পারে, সেই জন্য পুরোহিত ভাতার কথা এখন ঘোষণা করা হল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। বিশেষ করে, দুঃস্থ পুরোহিতদের জন্য ভাতা চালু করার দাবি যেখানে দীর্ঘদিনের।

পুরোহিত ভাতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের সংস্কৃতি রক্ষায় গ্রামেগঞ্জে প্রাচীন মন্দির-মসজিদ-গির্জা কোথায়, কী অবস্থায় রয়েছে, তা জেনে সেগুলোর সংস্কার ও উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এর মধ্যে কোনওটা সম্পূর্ণ সরকারি উদ্যোগে আবার কোনওটার ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে, এলাকার মানুষকে শামিল করে উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে। মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে, বিষ্ণপুরের তিন হাজার অপ্রকাশিত সংস্কৃত পুঁথি রাজ্য সরকারের উদ্যোগে এ বার ডিজিটাইজ্‌ড করা হবে এবং তার পর তা পাবলিক ডমেইনে রাখা হবে গবেষকদের সুবিধের জন্য।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন রাজ্যের হিন্দি অ্যাকাডেমির পুনর্গঠন, দলিত সাহিত্য প্রসারে নয়া দলিত সাহিত্য অ্যাকাডেমি গঠন এবং মতুয়া উন্নয়ন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। হিন্দি অ্যাকাডেমির নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তা। দলিত সাহিত্য অ্যাকাডেমির চেয়ারম্যান করা হয়েছে মনোরঞ্জন ব্যাপারীকে।

মুখ্যমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দুঃস্থ পুরোহিতদের জন্য ভাতা চালু করার দাবি জানিয়ে আসছিল। ৮ হাজার দুঃস্থ পুরোহিতের একটা তালিকাও দিয়েছে। সংখ্যাটা পরে আরও বাড়তে পারে। কোলাঘাটে ওই ট্রাস্টকে এক টাকা দামে সরকার থেকে একটি জমিও দেওয়া হয়েছে তীর্থস্থান তৈরির জন্য।'

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পদক শ্রীধর মিশ্র মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, 'রাজ্যের ৩৫টি পুরোহিত সংগঠনের সম্মিলিত প্রতিষ্ঠান এই ট্রাস্ট। সদস্য সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার। তাঁদের বড় অংশই দুঃস্থ, প্রবীণ। অনেকের বাসস্থান নেই।'

তবে রাজ্য সরকার কি সরাসরি পুরোহিতদের ভাতা দিতে পারে? ২০১২ সাল ইমাম ও মোয়াজ্জেনদের ভাতা চালুর সময়েই এই প্রশ্ন উঠেছিল। তখন রাজ্য সরকার ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমামদের আড়াই হাজার টাকা ও মোয়জ্জেনদের এক হাজার টাকা ভাতা দেওয়া ব্যবস্থা করে। বর্তমানে এই ভাতা প্রাপকের সংখ্যা প্রায় ৫৯ হাজার।

নবান্নর শীর্ষকর্তাদের একাংশ অবশ্য মনে করছেন, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মাধ্যমে এই টাকা দেওয়া হতে পারে।

মুখ্যমন্ত্রীর কথায়, 'গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা বহু প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা-সহ সংস্কৃতির জায়গা, ধর্মস্থান রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে। এ সব বেসরকারি মালিকানাধীন। এগুলির ম্যাপিং করতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের কিছুটা সময় লাগবে। এই প্রকল্পের নাম মহাতীর্থভূমি, মহাপুণ্যভূমি।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল