অ্যাপশহর

কলকাতার উমার মণ্ডপই এবার জগদ্ধাত্রী পুজোয়

দমদমের দুর্গাপুজোর প্যান্ডেল যাচ্ছে উত্তরবঙ্গের কালীপুজোয়৷ দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পুজোর আলোকসজ্জায় সেজে উঠবে চন্দননগরের একটি জগদ্ধাত্রী পুজো৷

EiSamay.Com 21 Sep 2017, 4:31 pm

প্রিন্স রায়

দুর্গাপুজোর প্যান্ডেল এ বার জগদ্ধাত্রী এবং কালীপুজোয়!

দমদমের দুর্গাপুজোর প্যান্ডেল যাচ্ছে উত্তরবঙ্গের কালীপুজোয়৷ দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পুজোর আলোকসজ্জায় সেজে উঠবে চন্দননগরের একটি জগদ্ধাত্রী পুজো৷ ইতিমধ্যে চন্দননগর, বর্ধমান, মালদহ, শিলিগুড়ির জগদ্ধাত্রী এবং কালীপুজোর আয়োজকরা শহরের ১০টি দুর্গাপুজোর মণ্ডপ কিনে ফেলেছেন৷ দুর্গাপুজো শেষ হওয়া পর্যন্ত প্যান্ডেলের এই কেনাকাটার প্রক্রিয়া জারি থাকবে৷

কেন এই ট্রেন্ড ঊর্ধ্বমুখী?

থিম-মণ্ডপ-আলোকসজ্জায় নজর কাড়ে কলকাতার পুজো৷ পাল্লা দেয় সল্টলেক-দমদমের পুজোগুলিও৷ এদের অধিকাংশের বাজেট ৩০ লাখের নীচে নয়৷ কালীপুজো বা জগদ্ধাত্রী পুজোর বাজেট দুর্গাপজোর তুলনায় অনেক কম৷ তা ছাড়া কলকাতায় যে ভাবে বিজ্ঞাপন বা অন্যান্য ক্ষেত্র থেকে পুজোর খরচ আসে, তা জেলায় মেলে না৷ অথচ, বড় পুজো করার স্বাধ থাকে সেখানকার উদ্যোক্তাদের৷ সে কারণেই দুর্গাপুজোর প্যান্ডেল কিনতে পুজো শুরু হওয়ার আগে থেকেই শহরে আনাগোনা শুরু হয়ে যায় জেলায় কালী বা জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তাদের৷

EiSamay.Com durga puja pandals of kolkata will go to chandannagar for jagadhhatri puja
কলকাতার উমার মণ্ডপই এবার জগদ্ধাত্রী পুজোয়


থিম মেকার গৌরাঙ্গ কুইলা বলছেন, 'স্রেফ খরচের জন্যই কলকাতার মতো দুর্গাপুজো জেলায় করা সম্ভব নয়৷ ভালো পুজো করার তাগিতেই জেলার ক্লাবগুলি কলকাতা থেকে দুর্গাপুজোর প্যান্ডেল-আলোকসজ্জা কিনে নিয়ে যায়৷' ইতিমধ্যেই মুদিয়ালি, বড়িশা ক্লাব, ত্রিধারা এবং ৪১ পল্লির প্যান্ডেল বিক্রি হয়ে গিয়েছে বলে জানালেন পুজোগুলির সঙ্গে যুক্ত এই শিল্পী৷ দমদম তরুণ দলের পুজোর তরফে বিশ্বজিত্ প্রসাদ বলছেন, 'শিলিগুড়ির একটি ক্লাব আমাদের প্যান্ডেলটি জগদ্ধাত্রী পুজোর জন্য কিনতে এসেছিল৷ দামে পোষায়নি, তাই বিক্রি করিনি৷' তবে কয়েক দিনের মধ্যেই তাঁদের পুজো বিক্রি হয়ে যাবে বলে দাবি করেছেন বিশ্বজিত্৷

দমদমে 'আমরা মিলেছি'র কালীপুজোর উদ্যোক্তারা গতবার চালতাবাগান লোহাপট্টির দুর্গাপুজোর থিম কিনেছিলেন৷ এ বারও দুর্গাপুজোর প্যান্ডেল কিনে দর্শক টানবেন বলে দাবি করেছেন সেখানকার উদ্যোক্তা দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ সল্টলেকের একটি পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্যান্ডেল কেনার ব্যাপারে তাঁদের পাকা কথা হয়ে গিয়েছে৷

দুর্গাপুজোর উদ্যোক্তারা না হয় প্যান্ডেল বিক্রি করে ঘরে মুনাফা তুলছেন৷ কিন্ত্ত 'সেকেন্ড হ্যান্ড' সামগ্রী কেনার এই ট্রেন্ড কেন? 'আমরা মিলেছি' ক্লাবের এক সদস্যের উত্তর, 'হতে পারে সেকেন্ড হ্যান্ড৷ ৫০ লাখের জিনিস ৫ লাখে পাওয়া যাচ্ছে, সেটাই বা কম কীসের?' প্রবীণ প্রতিমা শিল্পী প্রতীক পালের অবশ্য ভিন্ন ব্যাখ্যা রয়েছে৷ তাঁর বক্তব্য, 'বর্তমান প্রজন্মের শিল্পীরা বড় কুঁড়ে৷ তাঁরা বেশি খাটতে চান না৷ সে কারণে তাঁরাই এতে ইন্ধন জোগান৷ এ ছাড়া এর ফলে ওই সব শিল্পীদের ঘরেও টাকা ঢোকে৷ এটাও মদত দেওয়ার একটা কারণ৷'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল