অ্যাপশহর

বিদ্যুতের খরচে রাশ টানতে, সৌর শক্তিতেই আস্থা পুরসভার

সৌরশক্তির সাহায্যে শহরের আরও পাঁচটি পার্কে আলো জ্বালাবে কলকাতা পুরসভা৷ দেশপ্রিয় পার্ক, ম্যাডক্স ...

EiSamay 19 Jan 2018, 12:57 pm
এই সময়: সৌরশক্তির সাহায্যে শহরের আরও পাঁচটি পার্কে আলো জ্বালাবে কলকাতা পুরসভা৷ দেশপ্রিয় পার্ক, ম্যাডক্স স্কোয়্যার দিয়ে অচিরাচরিত শক্তির এই ব্যবহার শুরু করেছিল পুরসভার উদ্যান বিভাগ৷ সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের দাবি, যে ক'টি পার্কে সৌরশক্তির সাহায্যে আলো জ্বালানো হয়েছে, সেখানে বিদ্যুতের খরচ অনেক কমে গিয়েছে৷ তাই পুরসভা শহরের আরও একাধিক পার্কে সৌরশক্তির সাহায্যে আলো জ্বালানোর পরিকল্পনা করেছে৷ ২০ ফেব্রুয়ারির মধ্যে শহরের আরও পাঁচটি পার্কে সম্পূর্ণ সৌরশক্তির সাহায্যে আলো জ্বালানো হবে৷ এই তালিকায় রয়েছে পাটুলির একটি পার্ক, কলেজ স্কোয়্যার, দেশবন্ধু পার্ক, সরশুনা এবং বেহালার মোহিনীকুঞ্জ৷ পাঁচ জায়গাতেই এই সংক্রান্ত কাজ চলছে৷
EiSamay.Com due to the expenditure of electricity solar power is the trust of the municipality debashis das
বিদ্যুতের খরচে রাশ টানতে, সৌর শক্তিতেই আস্থা পুরসভার

উদ্যান বিভাগ সূত্রে জানা গিয়েছে, এখন সৌরশক্তির ব্যবহার আগের চেয়ে সহজ হয়ে গিয়েছে৷ এখন পার্কের মধ্যেই সারাদিনে কত সৌরশক্তি উত্পাদন হল এবং তা থেকে কত বিদ্যুত খরচ হল, তার জন্য আলাদা মিটার থাকে৷ বিভাগের এক কর্তার কথায়, 'দিনের উত্পাদিত সৌরবিদ্যুতের বিশেষ গ্রিডের সাহায্যে পাঠানো হয় শহরের বিদ্যুত বণ্টন সংস্থার কাছে৷ পরে সেখান থেকে ওই সৌরবিদ্যুত পাঠানো হয় পার্কে৷ পার্কে রাখা সৌরবিদ্যুতের মিটারে ধরা পরে প্রতিদিন উত্পাদিত বিদ্যুত কতটা খরচ হয়েছে এবং পাঠানো বিদ্যুতের কতটা সাশ্রয় হয়েছে৷ সেই হিসেবেই মিটিয়ে দেওয়া হয় শহরের বিদ্যুত বণ্টন সংস্থার বিল৷'
তিনি জানান, এক সময়ে শুধু দেশপ্রিয় পার্কের আলোর জন্য পুরসভাকে মাসে ৫০-৫৫ হাজার টাকা বিল-বাবদ খরচ করতে হত৷ কিন্ত্ত সৌরশক্তির সাহায্যে আলো জ্বালানোর পরে খরচ এখন মাসে ১৫ হাজার টাকায় দাঁড়িয়েছে৷ ম্যাডক্স স্কোয়্যারের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে৷ উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, 'বেশ কয়েকটি পার্কে আমরা সৌরশক্তির সাহায্যে আলো জ্বালানোর সুফল পাই৷ সেই সব পার্কে বিদু্যত্ বাবদ এখন অনেক কম টাকা খরচ হচ্ছে৷ ২০ ফেব্রুয়ারির মধ্যে শহরের আরও পাঁচটি পার্কে সৌরশক্তির সাহায্যে আলো জ্বালানো হবে৷'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল