অ্যাপশহর

NRS কাণ্ড: দ্রুত জট কাটাতে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি রাজ্যপালের

গতকাল রাজ্যপাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে নবান্নে ফোন করেছিলেন রাজ্যপাল।

EiSamay.Com 15 Jun 2019, 7:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য ব্যবস্থায় টানা অচলাবস্থা চলছে। মুখ্যমন্ত্রীকে ফোন করে কথা বলতে চাইলেও, সে সুযোগ হয়নি। এবার ফের একবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী । NRS কাণ্ডে মুখ্যমন্ত্রীকে দ্রুত জট কাটাতে বলেছেন রাজ্যপাল। চিঠি পাওয়ার পর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছেন বলে জানা গেছে।
EiSamay.Com CM vs Gov
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (ছবি: ANI)। রাজ্যপাল ত্রিপাঠী (ফাইল ফটো)


সংবাদমাধ্যম সূত্রের খবর, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী যাতে আলোচনা করেন, সেই পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ত্রিপাঠী। এছাড়াও আন্দোলনকারী চিকিৎসকদের দাবি খতিয়ে দেখতে এবং NRS-এ হামলায় অভিযুক্তদের তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার পরামর্শও দিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন: পরিবহকে দেখে এলেন রাজ্যপাল

এদিকে, নবান্নে সাংবাদিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রাজ্যপালের সঙ্গে আমার কথা হয়েছে। মিডিয়া বেশি জলঘোলা করার চেষ্টা করছে।'

প্রসঙ্গত গতকাল রাজ্যপাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়ে নবান্নে ফোন করেছিলেন তিনি। তখন তাঁকে জানানো হয়, মুখ্যমন্ত্রী বাইরে। ফিরলে তাঁকে রাজ্যপালের ফোনের কথা জানানো হবে। তবে রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়নি বলে জানান রাজ্যপাল। এই প্রসঙ্গেই আজ মুখ্যমন্ত্রী বলেন, 'বীজপুরে ছিলাম। তাই তখন কথা হয়নি।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল