অ্যাপশহর

‘নির্বাচনের পর অনেকেরই মুখ দেখা যায়নি’, রিমঝিম প্রসঙ্গে মন্তব্য দিলীপের

এবার অভিনেত্রী রিমঝিম মিত্রকে (Rimjhim Mitra News) পালটা জবাব দিলের দিলীপ ঘোষ (Dilip Ghosh News)। অভিনেত্রীর মন্তব্যের পালটা কী বললেন তিনি, জেনে নিন….

EiSamay.Com 26 Aug 2021, 9:53 am

হাইলাইটস

  • মাত্র ২৪ ঘণ্টা আগেই অভিনেত্রী রিমঝিম মিত্র জানিয়েছিলেন, BJP-তে থেকে সম্মান পাচ্ছেন না তিনি।
  • দলে থাকা নিয়ে 'ভাবতে হবে' এমনটাই জানিয়েছিলেন এই তারকা।
  • এবার রিমঝিমের এই মন্তব্যের পালটা সরব হলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ।


এই সময় ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টা আগেই অভিনেত্রী রিমঝিম মিত্র জানিয়েছিলেন, BJP-তে থেকে সম্মান পাচ্ছেন না তিনি। দলে থাকা নিয়ে 'ভাবতে হবে' এমনটাই জানিয়েছিলেন এই তারকা। এবার রিমঝিমের এই মন্তব্যের পালটা সরব হলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, 'নির্বাচনের পর অনেকেরই মুখ দেখা যায়নি।' এক্ষেত্রে তাঁর স্পষ্ট নিশানা ছিল রিমঝিমের দিকে।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
এদিন রিমঝিম মিত্রর দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'দলে কাউকে অসম্মান করা হচ্ছে না। সকলকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অনেকে দল ছেড়ে গিয়েছেন। অনেকের মুখ নির্বাচনের পর দেখা যায়নি। তাঁদের সম্মান-অসম্মানের কী রয়েছে!' পাশাপাশি গতকাল রিমঝিম অভিযোগ করেছিলেন দলের কোনও বৈঠকে তাঁকে ডাকা হয় না। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। হয়তো এখানে সেভাবে সুবিধা পাচ্ছেন না। যেখানে সুবিধা পাচ্ছেন সেখানে যেতে পারেন। এতে দলের কোনও ক্ষতি হবে না। দলে সকলে সম্মান পান।'

প্রসঙ্গত, সম্প্রতি 'অভিমানে' BJP ছেড়েছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় এবং রূপা ভট্টাচার্য। সাম্প্রতিক নানা ঘটনায় অভিমানী রিমঝিমও। সংবাদমাধ্যমে রিমঝিমও 'বন্ধু'দের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে গেরুয়া শিবিরে শোরগোল ফেলে দিয়েছেন।

'দলে থাকব? ভাবতে হবে'
তিনি মঙ্গলবারই বলেছিলেন, 'পার্টির মিটিংয়ের খবর অনেক সময়েই আমার কাছে আসে না। আমার অনেক বন্ধু এ সব কারণে অভিমান করে BJP থেকে সরে গিয়েছে। ন্যূনতম একটা সম্মান তো সবাই আশা করে। সেটুকুও না পেলে খারাপ লাগাই স্বাভাবিক।'

রিমঝিম আরও বলেন, 'আমি চাইলে তৃণমূলেও যেতে পারতাম। কিন্তু আমি তো BJPকে একটি নির্দিষ্ট পার্টিকে সমর্থন করব বলেই BJPতে এসেছিলাম। কিন্তু পার্টির যদি আমাকে প্রয়োজন না মনে হয়, তা হলে সেই পার্টিতে ক'দিন থাকব, কী হিসেবে থাকব, সেটা তো ভাবতেই হবে।'

‘৫০০ টাকার জন্য লাইনে... ভিখারি’! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য দিলীপের
উল্লেখ্য, কিছুদিন আগেই একটি ঘরোয়া পার্টিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা গিয়েছিল রিমঝিমকে। এরপর থেকেই নেটপাড়ায় জল্পনা তুঙ্গে ওঠে। এরই মধ্যে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল