অ্যাপশহর

নির্মীয়মাণ আবাসন চত্বরে যুবার দেহ উদ্ধারে রহস্য

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে যুবার। তবে তিনি নিজেই ঝাঁপ দিয়েছেন, না দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন, সেটা এখনও স্পষ্ট নয়। আবার ঘটনার পিছনে অন্য রহস্য থাকার সম্ভাবনাও এখনই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

EiSamay.Com 2 Sep 2019, 1:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গল্ফগ্রিনের একটি নির্মীয়মাণ আবাসন চত্বর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল রবিবার সকালে। তাঁর পরিচয় জানা যায়নি। অভিজাত এলাকায় এ ভাবে এক যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।
EiSamay.Com body
মৃতদেহ


প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে যুবার। তবে তিনি নিজেই ঝাঁপ দিয়েছেন, না দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন, সেটা এখনও স্পষ্ট নয়। আবার ঘটনার পিছনে অন্য রহস্য থাকার সম্ভাবনাও এখনই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। পুলিশের দাবি, আবাসনের সিসিটিভিতে ওই যুবককে একাই বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে দেখা গিয়েছে।

পুলিশ জানাচ্ছে, সেন্ট্রাল পার্কের কাছে ডব্লিউ২এ (আর), ১১ ফেজ-৪ প্রকল্পে বিশাল আবাসন তৈরি হচ্ছে। প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার বাসিন্দারা এ দিন সকাল সাড়ে ছ’টা নাগাদ আবাসনের সামনে এক যুবকের দেহ পড়তে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানাচ্ছে, বছর পঁচিশের ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধূসর রঙের টি-শার্ট এবং হাল্কা ধূসর রঙের ট্রাউজার পরিহিত অজ্ঞাতপরিচয় ওই যুবককে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দু’হাতের কব্জি ও বাঁ পায়ের হাড় ভেঙেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা। এ ছাড়া একাধিক আঘাতের চিহ্ন রয়েছে দেহে। যে কারণে পুলিশের প্রাথমিক অনুমান, উপর থেকে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে ওই যুবকের। ময়নাতদন্তে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এ দিকে যে আবাসন চত্বর থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেটি বিশাল এলাকা জুড়ে তৈরি হলেও কোনও পাঁচিল নেই। তাই সেখানে বহিরাগতদের যাতায়াত লেগে থাকত বলে জেনেছে পুলিশ। রাতে হামেশাই নানা গোলমালের আওয়াজ মেলে। শনিবার রাতেও এলাকার বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনেছেন বলে দাবি। রাতে পুলিশ গিয়ে কয়েকজন আটক করে নিয়ে গিয়েছিল বলে খবর। তার সঙ্গে দেহ উদ্ধারের কোনও যোগসূত্র আছে কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানাচ্ছে, নির্মীয়ণমাণ ওই আবাসন চত্বরে সিসিটিভি লাগানো রয়েছে। তার ফুটেজে দেখা গিয়েছে, ভোর চারটে নাগাদ যুবক আবাসনে ঢুকছেন। সিঁড়ি দিয়ে তিনি উপরে উঠছেন বলেও সিসিসিভিতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে কেউ ছিল না। ভোর রাতে ওই যুবকে সেখানে কী উদ্দেশ্যে গিয়েছিলেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে যাদবপুর থানার পুলিশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল