অ্যাপশহর

শিশুশ্রম বন্ধ হোক, সচেতনতা বাড়াতে CRY-এর প্রয়াস

শিশুশ্রমিক নিয়ে সমাজকে সচেতন করতে ৩ জুলাই CRY-এর উদ্যোগ সত্যি মন ছুঁয়ে যায়।

EiSamay.Com 3 Jul 2017, 11:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শিশুশ্রম একটি জাতীয় ও সামাজিক রোগ। সেই রোগে আক্রান্ত ভারতও। তাই আজও চায়ের দোকান, গ্যারাজ বা সস্তার হোটেলে দেখা যায় কচি হাতগুলো টেবিল মুছছে, বাসন মাজছে। কালিঝুলি মেখে গাড়ি সারাচ্ছে। শিশুশ্রমিকমুক্ত সমাজ গড়ার জন্য বহুদিন ধরেই লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা CRY (চাইল্ড রাইটস অ্যান্ড ইউ)। সাফল্যও পাচ্ছে।
EiSamay.Com cry volunteers stage road shows to raise awareness on child labour
শিশুশ্রম বন্ধ হোক, সচেতনতা বাড়াতে CRY-এর প্রয়াস


তবুও শিশুশ্রমিকমুক্ত দেশ এখনও তৈরি হয়নি। শিশুশ্রমিক নিয়ে সমাজকে সচেতন করতে ৩ জুলাই CRY-এর উদ্যোগ সত্যি মন ছুঁয়ে যায়। দক্ষিণ কলকাতায় যাদবপুর, গড়িয়াহাট ও গোলপার্কে CRY-এর তরুণ স্বেচ্ছাসেবকরা অনবদ্য কায়দায় শহরবাসীকে বার্তা দিলেন, শিশুশ্রমিক রুখতে সকলে এগিয়ে আসুন। সবাই হাতে হাত না মেলালে এই সামাজিক ব্যধি রোখা যাবে না।

কিছুক্ষণ যানচলাচল থামল। সিগনাল লাল। স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টা তখন দাঁড়িয়ে দেখছেন পথিকরা। ১২ জুন ছিল World Day Against Child Labour। সেই দিন থেকে টানা একমাস তাঁরা সমাজকে শিশুশ্রমিকমুক্ত করার জন্য সচেতনতা অভিযান চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন রোড শো-এর মাধ্যমে চলছে এই অভিযান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্রী ও CRY-এর স্বেচ্ছাসেবকের কথায়, 'সকলকে আমাদের আপিল, দয়া করে শিশুশ্রমিক নেওয়া বন্ধ করুন। কোনও ভাবেই যাতে শিশুদের অধিকার লঙ্ঘিত না হয়, তার জন্য সকলে এগিয়ে আসুন।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল