অ্যাপশহর

দীপাবলির প্রাক্কালে বাড়ছে করোনা, রাজ্যে সংক্রমণ হাজার ছুঁইছুঁই

উৎসবের মরশুমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। চোখ রাঙাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। বুধবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৭৬। বেড়েছে পজিটিভিটির হারও। দেশেও বেড়ে সংক্রমিতের সংখ্যা।

EiSamay.Com 27 Oct 2021, 8:38 pm

হাইলাইটস

  • দীপাবলির প্রাক্কালে হাজার ছুঁইছুঁই রাজ্যের করোনা সংক্রমণ।
  • রাজ্যে নতুন করে ৯৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
  • বঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৪২।
EiSamay.Com Covid 19 West Bengal
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: দীপাবলির প্রাক্কালে হাজার ছুঁইছুঁই রাজ্যের করোনা সংক্রমণ। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে ৯৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিনের হিসাব অনুযায়ী, বঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৪২। এদিন ৪৩ হাজার ৩২২ জনের করোনা পরীক্ষা হয়। যা নিয়ে রাজ্যে মোট এক কোটি ৯০ লাখ ৩৯ হাজার ৩০১ জনের কোভিড পরীক্ষা হল।
এদিন কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৭২। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫৯। দক্ষিণ ২৪ পরগনায় কোভিড আক্রান্ত হয়েছেন ৭৯ জন। হুগলিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন। হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৯। পূর্ব ও পশ্চিম বর্ধমানে যথাক্রমে করোনা আক্রান্তের সংখ্যা ২২ ও ২৪। ঝাড়গ্রামে তিনজন মারণ ভাইরাসের শিকার।
বর্তমানে রাজ্যের পজিটিভিটির হার ২.২৫ শতাংশ। বাঁকুড়ায় ১৫ জন কোভিড আক্রান্ত হয়েছেন। পুরুলিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ জন। বীরভূমে ২৫ জন, নদিয়ায় ৪৫ জন, মুর্শিদাবাদে সাতজন, মালদায় চার জন, দক্ষিণ দিনাজপুরে ৩০ জন, উত্তর দিনাজপুরে আট জন, জলপাইগুড়িতে ২৫ জন, কালিম্পঙে তিন জন, দার্জিলিঙে ৩২ জন, কোচবিহারে ১৩ জন এবং আলিপুরদুয়ারে ছ' জন করোনা আক্রান্ত হয়েছেন।

আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন, উৎসবের মাঝেই ধীরে ধীরে বাড়তে পারে করোনা পজিটিভিটি। যা বাস্তব হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজ্যে করোনা পজিটিভিটির হার ছিল ২.০৮ শতাংশ। ওইদিন করোনা আক্রান্ত হয়েছিলেন ৮০৬ জন।

এদিকে এদিন রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১৫। যা নিয়ে বাংলায় মোট ১৯ হাজার ৯৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গতদিনও ১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল রাজ্যে। বর্তমানে রাজ্যে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

উপসর্গহীনদের জন্য এবার সেন্টিনেল সার্ভে
এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৭ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বুধবার ন' লাখ আট হাজার ৫৫৮ জনের টিকাকরণ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন পাঁচ লাখ ৯৯ হাজার ৩২১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ন' হাজার ২৩৭ জন।

স্বাস্থ্যসাথী মেনেই দিতে হবে চিকিৎসা
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণ বেড়েছে ৮.২ শতাংশ। এই সময়ে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৫১ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ২১ জন। সংশ্লিষ্ট সময়ে করোনা প্রাণ কেড়েছে ৫৮৫ জনের। অর্থাৎ একলাফে বেড়েছে কোভিড মৃত্যুও। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৬১।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল