অ্যাপশহর

বড় স্বস্তি! রাজ্যে একলাফে দৈনিক সংক্রমণ নামল ৬ হাজারে

Bengal Covid Bulletin অনুযায়ী, রাজ্যে সামান্য হলেও কমল সংক্রমণ। তাতেই খানিকটা হলেও ফিরেছে স্বস্তি। যদিও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। আচমকা সংক্রমণ বেড়েছে উত্তরবঙ্গে

EiSamay.Com 23 Jan 2022, 9:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এক ধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। কিন্তু, এখনও উদ্বেগে রাখছে দৈনিক মৃত্যু। দক্ষিণবঙ্গের পাশাপাশা চিন্তা বাড়িয়েছে উত্তরের পর্যটনস্থলগুলিতে করোনার বাড়বাড়ন্ত। কিন্তু, এবার চিন্তার ভাঁজ ফেলছে দার্জিলিংয়ের কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দার্জিলিংয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। ডিসেম্বরের পর এই প্রথম পজিটিভিটি রেট ১০ শতাংশের নীচে।
EiSamay.Com Covid-19 test....


গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন এবং এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৩৬ জনের। তবে আশার কথা, এই সময়ে কোভিডমুক্ত হয়েছেন ২০ হাজার ৪১৮ জন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পজিটিভি হার ৮.৫৩ শতাংশ।

শনিবারের থেকে রবিবার কলকাতায় করোনা সংক্রমণ সামান্য কমেছে। হাজারের নীচে নামল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়াও গত ২৪ ঘণ্টায় অন্যান্য জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে উত্তর ২৪ পরগনা ৯৬০ জন, দক্ষিণ ২৪ পরগনা ৪৮৪ জন, মালদা ৩১৩ জন, নদিয়ায় ৩৪০ জন, বীরভূম ৪৪৯ জন, পূর্ব বর্ধমান ১০৭ জন।

অন্যদিকে, তিন লাখের গণ্ডি পেরলেও গতকালের তুলনায় কমল রবিবারের কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এদিন বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবারের থেকে ৪১৭১ কম। দেশে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ২৬৪। যে পাঁচটি রাজ্যে সবচেয়ে বেশি কোভিড আক্রান্তের হদিশ মিলেছে তা হল, মহারাষ্ট্র (৪৬ হাজার ৩৯৩), কেরালা (৪৫ হাজার ১৩৬), কর্নাটক (৪২ হাজার ৪৭০), তামিলনাড়ু (৩০ হাজার ৭৪৪) এবং গুজরাট (২৩ হাজার ১৬০)। নতুন আক্রান্তদের মধ্যে ৫৬.৩৩ শতাংশই এই পাঁচ রাজ্যের। এর মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রেই করোনায় আক্রান্ত ১৩.৯১ শতাংশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল