অ্যাপশহর

Covid-19: পুজোর মুখে চিন্তা বাড়াচ্ছে করোনা, ফের রাজ্যে করোনা পজিটিভিটি রেট ৫ পেরোল

Covid Graph in Bengal: মহালয়ায় ফের চিন্তা বাড়াল রাজ্যের করোনা (Covid) আক্রান্তের হার। প্রায় দেড় মাস পর রবিবার ফের রাজ্যে করোনা পজিটিভিটি রেট (Covid Positovity Rate) ৫ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৫.৩১ শতাংশ। যা রাজ্যের স্বাস্থ্য কর্তাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। অন্যদিকে, রাজ্যে দৈনিক মৃত্যুর হার ১.০২ শতাংশ।

Produced byShukla Bhattacharjee | EiSamay.Com 26 Sep 2022, 12:06 am

হাইলাইটস

  • মহালয়ায় ফের চিন্তা বাড়াল রাজ্যের করোনা আক্রান্তের হার।
  • গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৫.৩১ শতাংশ।
  • প্রায় দেড় মাস পর রবিবার ফের রাজ্যে করোনা পজিটিভিটি রেট ৫ পেরোল।
Covid Update:পুজোর মুখে ফের উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড গ্রাফ (Covid Graph)। মহালয়ার দিনই ফের ঊর্ধ্বমুখী রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন। সাধারণভাবে এই সংখ্যা অনেকটাই কম হলেও চিন্তায় রাখছে পজিটিভিটি রেট। গত একদিনে দৈনিক পজিটিভিটি রেট (Covid Positovity Rate) বেড়ে দাঁড়িয়েছে ৫.৩১ শতাংশ। প্রায় গত দেড় মাস পর রাজ্যে পজিটিভিটি রেট ৫ পেরোল। আর এটাই এখন স্বাস্থ্য কর্তাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে।
Suvendu Adhikari: মহালয়ার তর্পণ নিয়ে মদন মিত্রকে পালটা কটাক্ষ শুভেন্দুর
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ লাখ ১৩ হাজার ২৪৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। বর্তমানে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৯৬ জন। তুলনামূলকভাবে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা কম হলেও দৈনিক পজিটিভিটি রেটের (Covid Positovity Rate) ঊর্ধ্বমুখী গ্রাফ কিছুটা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের। তবে রাজ্যে দৈনিক মৃত্যুর হার নেমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশে।

AAP: কলকাতায় রাজ্য পার্টি অফিস খুলল আম আদমি পার্টি, লক্ষ্য ২০২৪
অন্যদিকে, রাজ্যে দৈনিক সুস্থতার হারও আক্রান্তের সংখ্যার তুলনায় কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ২০২ জন। বর্তমানে রাজ্যে মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৮৮ হাজার ৬২৭ জন। সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। করোনা মোকাবিলায় ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি কোভিড টেস্টও চলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪৯ জনের।

Mithun Chakraborty: বালুরঘাটে মণ্ডপের উদ্বোধনে মিঠুন, পুজোর অনুমোদনই নেই! জানাল প্রশাসন
কোভিড ভ্যাকসিন-ই করোনা মোকাবিলার অন্যতম প্রধান অস্ত্র বলে দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই সারা দেশের পাশাপাশি এরাজ্যেও করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে। বয়স্ক, কোভিড-সৈনিক থেকে সাধারণ মানুষদেরও বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে বুস্টার ডোজ (Booster Dose) নিয়েছেন ১৪ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৮৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা টিকা নিয়েছেন ১৯ হাজার ১৫৩ জন।

Nandigram News: নন্দীগ্রাম হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের, প্রার্থীই দেয়নি BJP
প্রসঙ্গত, গত দু-তিন ধরেই রাজ্যে করোনার গ্রাফ নিম্নগামী। ফলে এখন মাস্ক পরা বা দূরত্ব মেনে চলার বিধিও শিথিল অনেকটাই শিথিল। বরং এবছর রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি (Dengue)। ইতিমধ্যে কলকাতা, হাওড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও ডেঙ্গি আক্রান্ত অনেকের মৃত্যু হয়েছে। যা নিয়ে স্বাস্থ্য কর্তাদের ঘুম ছুটেছে। এর মধ্যে মহালয়ায় রাজ্যের করোনা রিপোর্ট নতুন করে চিন্তা বাড়াল।
লেখকের সম্পর্কে জানুন
Shukla Bhattacharjee

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল