অ্যাপশহর

ফের করোনার থাবা জোড়াফুল শিবিরে, কোভিড পজিটিভ শশী পাঁজা

করোনা সুনামিতে কাবু দেশ... দেশে দৈনিক করোনা আক্রান্তে সর্বকালীন রেকর্ড... করোনার নজরে বাংলার রাজনৈতিক ময়দানও.... একের পর এক রাজনৈতিক নেতা কোভিডে সংক্রমিত....

EiSamay.Com 23 Apr 2021, 12:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ সহ বাংলাও। মাত্রাছাড়া দৈনিক সংক্রমণের পরিসংখ্যান রোজ নয়া রেকর্ড ভাঙছে। ভোট পর্বের মাঝেই একের পর এক রাজনৈতিক নেতার কোভিড আক্রান্ত হওয়ার খবর আসছে। অধীর রঞ্জন চৌধুরী, মদন মিত্র, কাজল সিনহা ও সুজন চক্রবর্তীর পর এবার করোনায় সংক্রমিত হওয়ার খবর এল শশী পাঁজারও। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ শশী পাঁজাও করোনায় আক্রান্ত।
EiSamay.Com dr-sashi-panja


গত কয়েকদিন ধরেই শারীরিক অস্বস্তি বোধ হওয়ায় করোনা পরীক্ষা করান তৃণমূল নেত্রী। আশঙ্কা সত্যি হয় রিপোর্ট হাতে এলে। কোভিডে আক্রান্ত রাজ্যের বিদায়ী মন্ত্রী। মৃদু উপসর্গ থাকায় আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। অডিয়ো বার্তায় শশী পাঁজা দলীয় কর্মীদের তাদের কাজ বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে অটোয় করে প্রচারের নির্দেশ দিয়েছেন কর্মীদের। অন্যদিকে, করোনা আক্রান্ত কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র আপাত স্থিতিশীল।

শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন মদন মিত্র


বুধবার বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। অর্থাৎ শুধু বাংলার দৈনিক করোনা সংক্রমণই ১১ হাজার ছুঁইছুঁই, যা এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের নিরিখে সর্বোচ্চ। সবমিলিয়ে ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে বাংলার করোনা পরিস্থিতি।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল